বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
26 C
Dhaka
Homeশিক্ষাজাবিতে পরিবর্তন হলও চার হলের নাম

জাবিতে পরিবর্তন হলও চার হলের নাম

প্রকাশ: ডিসেম্বর ৫, ২০২৫ ২:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে জড়িত চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।

হলগুলো হলো- পূর্বের ‘শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ নামে নতুন নামকরণ  করা হয়েছে। পূর্বের ‘শেখ রাসেল’ হলের নতুন নাম ‘নবাব সলিমুল্লাহ হল’। ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় ‘জুলাই চব্বিশ জাগরণী হল’ নামে। এ ছাড়া ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’ হলকে ‘শহীদ ফেলানী খাতুন’ হল নামে নামকরণ করা হয়েছে।

 

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর