বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
27 C
Dhaka
Homeআবহাওয়াতাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

প্রকাশ: ডিসেম্বর ৭, ২০২৫ ২:৪১

মৌলভীবাজারে শীতের তীব্রতা ক্রমশ বাড়তে শুরু করছে। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে ইতোমধ্যেই। রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শীতের স্বাভাবিক নিয়মেই এখন প্রতিদিন তাপমাত্রা কমতে থাকবে; সেইসঙ্গে বাড়বে শীতের প্রকোপ। এখনো মৃদু শৈত্যপ্রবাহ বলা যাবে না। কারণ ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে তখন শৈত্যপ্রবাহ বলা যায়। তবে এ অঞ্চলে পাঁচ দিন পরে শীতের বাড়ার আশঙ্কা রয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত দুদিন ধরে একই তাপমাত্রা বিরাজ করছে। সেইসঙ্গে ভোরে বাতাসের আর্দ্রতা থাকছে ৯৯ শতাংশ। তবে সকাল ৯টায় এ আর্দ্রতা ৭৮ শতাংশে এসে দাঁড়াচ্ছে। তা ছাড়া গত কয়েকদিন ধরে দুপুরের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, তাতে আগামী ৫ দিন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে ওঠানামা করতে পারে। এরপর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। যেহেতু ডিসেম্বর মাস তাই শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনাই বেশি থাকবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর