বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
26 C
Dhaka
Homeজাতীয়চলতি সপ্তাহে তফসিল: সিইসি

চলতি সপ্তাহে তফসিল: সিইসি

প্রকাশ: ডিসেম্বর ৯, ২০২৫ ৪:২৮

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

দুপুর দেড়টার দিকে তপশিল ঘোষণার আগে প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। এবার তিনি একাই যান, সঙ্গে ছিলেন শুধু তার সচিব।

সূত্র জানায়, বৈঠকে সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত মামলা, তপশিল ঘোষণার পর রিট যেন নির্বাচনী কার্যক্রম ব্যাহত না করে সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন চলাকালে বিচারকদের ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন নিয়েও কথা বলেন সিইসি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেয় নির্বাচন কমিশন। সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর