বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
27 C
Dhaka
Homeজাতীয়নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা,‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি

নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা,‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি

আপডেট: ডিসেম্বর ১১, ২০২৫ ৯:৩৫
প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৫ ৯:৩৪

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের কথা ভাবছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াটসঅ্যাপে এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা জানান।রয়টার্সকে রাষ্ট্রপতি বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানবোধ করছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত আনুষ্ঠানিক। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিল্লিতে চলে যান। সংসদ ভেঙে যায়। পরে সাহাবুদ্দিনের অবস্থান গুরুত্ব পায়। তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ।

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর