বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
24 C
Dhaka
Homeবাংলাদেশআজ থেকে বাড়তে পারে গরমঃ আবহাওয়া অধিদপ্তর

আজ থেকে বাড়তে পারে গরমঃ আবহাওয়া অধিদপ্তর

আপডেট: জুলাই ১৪, ২০২৪ ৫:৪৭
প্রকাশ: জুলাই ১৪, ২০২৪ ৫:৪৬

সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা ছিল, কোথাও কোথাও বৃষ্টি ঝরাও শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত রাজধানীতে শুক্রবারের মতো ভারী বৃষ্টি হয়নি।

 গতকাল শনিবার সকাল থেকে শহরজুড়ে গরম পড়েছিল। চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে ভারী বৃষ্টি হলেও তা বেশি সময় ধরে চলেনি। আবহাওয়াবিদেরা বলছেন, আজ রোববার সারা দেশে বৃষ্টি আরও কমে আসতে পারে। আগামী দুই–তিন দিন বৃষ্টি কম থাকবে। তারপর বৃষ্টি বাড়তে পারে।
গতকাল সকাল থেকে রাজধানীজুড়ে ছিল ঘাম ঝরানো গরম। দেশের যেসব এলাকায় বৃষ্টি ঝরেছে, সেখানেও গরম কমেনি। বৃষ্টি থেমে যাওয়ার পর গরমের তীব্রতা আরও বেড়েছে। গরমে বেশিক্ষণ বাইরে থাকা কঠিন হয়ে পড়েছিল। আকাশের মেঘ নিচের দিকে নেমে আসায় ও বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় অল্প তাপমাত্রাতেই বেশি গরমের অনুভূতি ছিল। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে; কিন্তু তাতে গরমের কষ্ট প্রায় তাপপ্রবাহের মতো অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, নিচু মেঘ ও আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা খুব বেশি না থাকলেও গরমের কষ্ট বেশি অনুভূত হয়েছে। আগামী দুই–তিন দিন আকাশে মেঘ কমে আসতে পারে। এতে তাপমাত্রা আরও বেড়ে গরমের কষ্ট বাড়তে পারে। তার পর আবারও বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে আজ রোববারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে। তবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, খুলনা ও রংপুরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু–একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর