মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা সরকার রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। তাই রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে পুনর্গঠন করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই।
তিনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আর বেনজির ও হারুন মার্কা পুলিশ দেখতে চাই না। ছাত্রসমাজ চায় দেশপ্রেমিক ও সৎ পুলিশ। তাই পুলিশ প্রশাসনকে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ে বর্গা শিক্ষক দেওয়া আর চলবে না। পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে হবে। পাহাড়ের মানুষ যেন সমতলের মতো সকল প্রকার সুযোগ-সুবিধা পায় সেজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।