শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
19 C
Dhaka
Homeজেলার খবরঝালকাঠিতে ড্রেন থেকে নবজাতকের মর দেহ উদ্ধার

ঝালকাঠিতে ড্রেন থেকে নবজাতকের মর দেহ উদ্ধার

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৪ ১০:০১

ঝালকাঠি সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডের পূর্ব পাশের দেয়ালের বাইরের ড্রেন থেকে গলায় ওড়না প্যাঁচানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় লোকজন ড্রেনের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

স্থানীয়রা জানান, ড্রেনের উপর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নবজাতকটিকে পাওয়া যায়। নবজাতকটির বয়স আনুমানিক ৮ মাস বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামিম আহমেদ বলেন, ‘হাসপাতালে গত ১ মাসে কোনো ডেলিভারি রোগীর রেকর্ড নেই। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।’

ওসি মনিরুজ্জামান জানান, ‘নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর