শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
19 C
Dhaka
Homeজেলার খবর১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বাস চলাচল

১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বাস চলাচল

আপডেট: নভেম্বর ২৬, ২০২৪ ৮:৪০
প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৪ ৮:২৩

মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল ও দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের প্রতিবাদে মঙ্গলবার বিকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আকস্মিক বাস বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বেআইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশা।এর পাশাপাশি দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের কারণে বাসমালিকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ কারণে মহাসড়কে সকালে মালিক সমিতি আগের মতো চেকপোস্ট বসালে তাতে বাধা দেন স্থানীয়রা।

প্রতিবাদে ঝালকাঠি থেকে বরিশাল, ভান্ডারিয়া, পিরোজপুর, মঠবাড়িয়া, বাগেরহাট ও খুলনাসহ ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে।হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন এসব রুটে যাতায়াতকারী সাধারণ মানুষ।

কয়েকজন যাত্রী বলেন, ‘ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় ১১টি রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে কয়েক গুণ অতিরিক্ত টাকা লাগছে। এ রকম হয়রানি বন্ধে বাস মালিক সমিতি কার্যকর পদক্ষেপ নেবে।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন আহ্বায়ক টিপু সুলতান বলেন, ‘ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। মহাসড়কে এসব বাহন চলাচল নিষিদ্ধ। বাসমালিক সমিতির সদস্যরা এ রুটে অবৈধ চলাচলকারী যানবাহন বন্ধ করতে চেকপোস্ট বসালে এলাকাবাসী বাধা দেন। এ ঘটনার পর বিকাল ৩টার পরে অনির্দিষ্ট সময়ের জন্য ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলচল বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর