সোমবার (১২ মে) দুপুরে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ আলি (১৪) দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে ছয়ঘরিয়া গ্রামের কাজিপাড়ার রাস্তার পাশে মো. বাইতুল্লার ছেলে মো. হযরত আলির সঙ্গে একই গ্রামের রিশাদ আলির তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে হযরত আলির হাতের হাঁসুয়া দিয়ে রিশাদের গলায় কোপ মেরে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত হযরত আলি এলাকার চিহ্নিত মাদককারবারি। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ তিতুমির বলেন, মার্ডার হওয়ার কথা শুনেছি। পুলিশ কাজ করছে। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।