বুধবার (২৭ আগষ্ট ২০২৫ইং)ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নস্থ আমবাগান এলাকা থেকে আনুমানিক রাত ০৮ ঘটিকার সময় জনৈক মিজানুর রহমানের ৫ম তলা বিল্ডিং এর ৪র্থ তলার উত্তর পাশে ফ্লাট নং (৪-সি) এর ভিতর থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমানের জাল টাকার নোট উদ্ধারসহ দুইজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। উদ্ধারকৃত টাকার পরিমান ৪০০ টি ১ হাজার টাকার সর্বমোট চার লক্ষ টাকার জালনোট।
আটককৃতরা হলেন, উভয়ই আশুলিয়া থানাধীন নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি নিবাসী মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার(২৬) এবং অপরজন ডেন্ডাবর নতুন পাড়া নিবাসী জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন(২৮) ।
পুলিশ জানায়, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়া থানাস্থ আমবাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে কতিপয় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে।
এমতাবস্থায় আমরা আশুলিয়া থানা পুলিশ রাত প্রায় ০৮ ঘটিকার সময় ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদাসহ দুইজনকে আটক করা হয়। দীর্ঘদিন যাবৎ এই চক্র জাল নোটের ব্যবসা করে আসছিলো।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলচ্ছে ।
বিপুল পরিমান জালনোট ও এক নারীসহ দুজন আটক
প্রতিবেদক :আবুল কাশেম আশুলিয়া প্রতিনিধি:জনতা মেইল