শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
27 C
Dhaka
Homeজেলার খবরচার সন্তানের জন্ম দিল বীথি আক্তার

চার সন্তানের জন্ম দিল বীথি আক্তার

প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৫ ৭:৪১

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বীথি আক্তার (২১) নামের এক গৃহবধূ। তাদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

৪ সেপ্টেম্বর মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানদের জন্ম দেন।কুমুদিনী হাসপাতাল ও বিথী আক্তারের পারিবারিক সূত্র জানায়, গত ৪ বছর আগে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লা গ্রামের লিয়াকত আলীর ছেলে সৌদি প্রবাসী নাজমুলের সঙ্গে একই জেলার বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আদাজন গ্রামের বাদল মিয়ার মেয়ে বিথীর বিয়ে হয়।

কিছু দিন আগে বিথীর স্বামী নাজমুল ইসলাম ছুটিতে এসে আবার সৌদি চলে যান। সবশেষ বৃহস্পতিবার সকালে সৌদি প্রবাসীর স্ত্রী বিথী আক্তার প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে নরমাল ডেলিভারির (স্বাভাবিক প্রসব) পরামর্শ দেন। বিথী আক্তার তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হন। সেখানে বৃহস্পতিবার দুপুরের দিকে বিথী আক্তার একে একে চারজন নবজাতক জন্ম দেন।

বিথী আক্তারের বাবা বাদল মিয়া জানিয়েছেন, কুমুদিনী হাসপাতালের চার তলায় সিসিউতে চার সন্তানই সুস্থ আছে। সবাই আমার মেয়ে ও নাতী-নাতনীর জন্য দোয়া করবেন।

এদিকে কুমুদিনী হাসপাতালে গৃহবধূ বিথী আক্তারের এক সঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়েছে। এ খবরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনসহ বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন শিশুদের এক নজর দেখার জন্য ভিড় জমায়।

কুমুদিনী হাসপাতালে প্রসূতি বিভাগের চিকিৎসক ডা. সুমা আক্তার বলেন, বিথী আক্তার ও তার চার নবজাতক সুস্থ রয়েছে। তাদের সুচিকিৎসার জন্য হাসপাতাল থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর