শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
28 C
Dhaka
Homeজেলার খবরকাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশ: সেপ্টেম্বর ৭, ২০২৫ ১১:৩৮

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে অবস্থিত কাদের সিদ্দিকীর বাড়িতে ১০-১৫ জনের একটি দল এই হামলা চালায়।

জানা গেছে, হামলাকারী মুখ বাঁধা অবস্থায় ছিল। তারা জানালায় ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় জানালার গ্লাস ভেঙে যায়। নিচে গ্যারেজে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কাদের সিদ্দিকীর ব্যক্তিগত গাড়ি চালক লিটন মিয়া বলেন, রাত ১২টার দিকে ১০-১৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাসার গ্লাসে নিক্ষেপ করে। দুই-তিনজন বাসার ভেতরে প্রবেশ করে। তাদের বয়স ১৫ থেকে ২০ বছর হবে। বাসায় হামলার ঘটনায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর দুটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বাসাতেই অবস্থান করছিলেন।

হামলা-ভাঙচুরের ঘটনায় আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন কাদের সিদ্দিকী।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর