২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা সদরের বাসস্টেশন চত্বরে পাঁচ দফা দাবিতে জামায়াতের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫দফা দাবিতে ফটিকছড়িতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতারা বলেন, যদি কোনো ষড়যন্ত্র না থাকে তবে জুলাই সনদকে আইনিভিত্তি দিতে এত আপত্তি কেন? সরকারকে অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এই জুলাই সনদের ভিত্তিতেই আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই।
ফটিকছড়ি বিএনপির স্থানীয় এক নেতাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আমাদের বন্ধুপ্রতীম সংগঠনের এক বড় ভাই কথায় কথায় জামায়াতকে চাঁদাবাজ বানাতে চান। কিন্তু শান্তিপ্রিয় মানুষ জানে কারা প্রকৃত চাঁদাবাজ। জনগণকে অতিষ্ঠ করে কারা মধু খাওয়ার মতো অবস্থায় পৌঁছেছে, ফটিকছড়িবাসী তা বোঝে এবং ভালো করেই জানে।এই বন্ধু সংগঠনটিকে আমরা বলতে চাই- বন্ধু, বন্ধুর মতো থাকুন। আমাদের বিষয়ে গঠনমূলক সমালোচনা করুন, আমরা মাথা পেতে নেবো। কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না। ষড়যন্ত্রে ঢিল মেরে স্বার্থ হাসিলের চেষ্টা করবেন না।
থানা জামায়াতের আমীর মো. নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাস্টার নাজিম উদ্দিন সিকদার, এডভোকেট মো. ইসমাইল গণি, এডভোকেট আলমগীর মো. ইউনুস, তৈয়ব নূরী, মো. আবদুর রহীম, নবীর হোসেন মাসুদ, সামী এরশাদ, সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, প্রফেসর সিরাজুল আলম, আবু জাফর ও ব্যাংকার বায়েজীদ মুরাদ প্রমুখ।
সমাবেশের পূর্বে এক বিশাল মিছিল সদর এলাকা প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।