আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সকাল প্রায় ৬ ঘটিকার সময় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম এবং যৌথবাহিনীর সহযোগীতায় জনৈক রিপন সিকদারের ৪র্থ তলা বাড়ীর রুমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে একটি বন্দুকের কালো রংয়ের ব্যারেলসহ বন্দুকের অন্যান্য যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের দেশীয় ধাঁরালো অস্ত্র, দুইটি স্মার্ট ফোনসহ ৩২,০০০/=(বত্রিশ হাজার) টাকা জব্দ করেছেন আশুলিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুষ্টিয়া সদরে দহকুলা নওপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন বিশাল (২৬), লালমনিরহাট সদরে তেলিপাড়া মহেন্দ্রনগর গ্রামের রইচ উদ্দিনের ছেলে মোঃ নাজমুল হোসেন (২৭), ঝিনাইদহ জেলা রমহেষপুর থানার আহসান হাবিবের ছেলে মোঃ শিপন রহমান (২৭) তারা সকলই জনৈক রিপন সিকদারের ৪র্থ তলা বাড়ীর বিভিন্ন রুমের ভাড়াটিয়া ছিলেন ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নম্বর ৩০, ধারা- 19(a) The Arms Act 1878 রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।