শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
19 C
Dhaka
Homeজেলার খবর১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হল ১ টি ভোল মাছ

১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হল ১ টি ভোল মাছ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৫ ৭:২২

কক্সবাজার টেকনাফে সাইফুল্লাহ কোম্পানির জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের বিরল প্রজাতির ও বিশাল আকৃতির ভোল মাছ। স্থানীয় বাজারে ওই মাছটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া শামলাপুর উত্তর সাগরে মাছ ধরতে গেল এই বিশালআকৃতির মাছটি ধরা পড়ে জেলেদের জালে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয় জেলেদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রলারের মালিক সাইফুল ইসলাম (৪৫) বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে ছয় জেলে নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে নামেন। বিকেলে জালে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে বিশাল বোল মাছটিও ধরা পড়ে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে জেলেদের বেগ পেতে হয় বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলে সাইফুল ইসলাম বলেন, এত বড় মাছ জীবনে কখনো দেখিনি; মাছটি দেখে অনেক ভালো লেগেছে। মাছটির দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় ক্রয় করেন।

বিষয়টি নিশ্চিত করে ক্রেতা করিম সওদাগর জানান, বোল মাছটি বিক্রির জন্য রাতেই ঢাকায় পাঠানো হবে। এ জন্য বরফ দিয়ে মাছটি সংরক্ষণের প্রস্তুতি চলছে। ঢাকায় এই মাছ দুই লাখ টাকার বেশি দামে বিক্রি করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

১৬৬ কেজি ওজনের বোল মাছ ধরা পড়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বিরল প্রজাতির বড় এই বোল মাছ সব সময় জালে ধরা পড়ে না। সেন্ট মার্টিনের প্রবাল পাথরের স্তূপে এবং আশপাশে পাথর এলাকায় বোল মাছের বিচরণ বেশি থাকে। বোল মাছ ওজনে ৯-১০ মণও হয়ে থাকে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর