সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
27 C
Dhaka
Homeজেলার খবরডাকাতি করার প্রস্তুতিকালে অস্ত্র সহ গ্রেফতার ০১ জন

ডাকাতি করার প্রস্তুতিকালে অস্ত্র সহ গ্রেফতার ০১ জন

প্রকাশ: অক্টোবর ১০, ২০২৫ ৫:৫৩

আশুলিয়ায় ডাকাতি করার প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ডাকাত সদস‌্য গ্রেফতার

বৃহস্পতিবার (৯ অ‌ক্টোবর)  রাত প্রায় ১১.৩০ মি‌নিটে ঢাকা জেলার ‌শিল্পাঞ্চল আশু‌লিয়ার গৌরীপুর গ্রামস্থ এলাকা থে‌কে পু‌লি‌শের এক‌টি চৌকস টিম রাস্তায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চলাকালে ব্যারেলে

ইংরেজিতে খোদাই করা Made in Germany লেখা একটি সচল কা‌ঠের বা‌টের রিভলভারসহ এক ডাকাতকে গ্রেফতার ক‌রেন আশু‌লিয়া থানা পু‌লিশ।

আশুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ব‌লেন, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় এবং আশুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুব উল্লাহ ও এএসআই মতিউর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম রাস্তায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চলাকালে আশুলিয়ার গৌরীপুর গ্রামস্থ পলমল গার্মেন্টস এর পাশে সদরপুর রোডে ন্যাচারাল নার্সারীর সামনের পাকা রাস্তার উপর একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়।

এ সময় অভিযান টিম গাড়ি হতে নামলে ডাকাতদল টহলটিমকে উদ্দেশ্য গুলি ছুড়তে থাকে। টহল টিমের সদস্যগণ এতে বিচলিত না হয়ে তাদের ধাওয়া করে আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাত সদস‌্যকে আটক ক‌রতে সক্ষম হয় এই চৌকস টিম। এসময় অজ্ঞাতনামা ০৮/১০ জন আসামী পালিয়ে যায় ।

‎গ্রেফতারকৃত আসামী হ‌লেন, টাঙ্গাইল সদরে কুমু‌ল্লি (খান পাড়া) গ্রা‌মের মির্জা বিষু ওরফে আব্দুর রহমান ওরফে বিশা খানের ছে‌লে মির্জা রুবেল ওরফে রুবেল ওরফে সুমন (৪৫) তার না‌মে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬ টি ডাকাতি সহ অস্ত্র মামলা রয়েছে।

‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নম্বর ৩৪, রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর