মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeজেলার খবরআশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ আগুন

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ আগুন

প্রকাশ: অক্টোবর ১২, ২০২৫ ৬:০৩

সাভারের আশুলিয়ায় জিরানী বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জিরানী বাসস্ট্যান্ডে একটি মার্কেটে আগুন লাগার এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়া জিরানী বাজারে কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর