শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
29 C
Dhaka
Homeজেলার খবরউত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল চার ঘণ্টা পর শুরু

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল চার ঘণ্টা পর শুরু

প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৫ ৮:৪০

গাজীপুরের জয়দেবপুর লেভেল ক্রসিং এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বগিটি তোলার পর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন ছেড়ে গেছে। এর আগে, দুপুর ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জাংশনের অদূরে এ ঘটনা ঘটে।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছিল। এক পর্যায়ে ট্রেনটি এক নম্বর লাইন দিয়ে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পাওয়ারকার বগির বাম পাশের সামনের চাকা লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতকাজ শুরু করে। উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি লাইনে তোলার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে জয়দেবপুর স্টেশন ছেড়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনটিতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য লাইনগুলো দিয়ে ট্রেন চলাচল করেছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর