মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
27 C
Dhaka
Homeজেলার খবরশ্রমিকদের বিক্ষোভে,গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের বিক্ষোভে,গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৫ ৪:৪১

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকার হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গতকাল সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে এই বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।কারখানার মহাব্যবস্থাপক (অ্যাডমিন এন্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গতকাল সোমবার কারখানার শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানায় সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেন। যার ফলশ্রুতিতে কারখানার অভ্যন্তরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে।

এছাড়াও কারখানার নির্ধারিত রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কোম্পানি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা কর্তৃপক্ষ বার বার শ্রমিকদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন।

শ্রমিকদের এই আচরণ অবৈধ ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক আজ সকাল থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল।

নোটিশে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে। কারখানার সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিরা এ আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে শ্রমিকরা মঙ্গলবার সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা রোডটি বন্ধ করে দেন। এসময় সকল যানবাহন ফিরিয়ে দেয় শ্রমিকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান এনটিভিকে জানান, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর