বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেন।পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন- ছাত্রদের যৌক্তিক অধিকার আদায়ের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ মেধাবী শিক্ষার্থী ও নিরস্ত্র মানুষের উপর হামলা এমনকি গরিব-অসহায়, দিনমজুর জনতার উপরেও গুলিবর্ষণ সহ বিভিন্ন অন্যায় কার্যক্রম আমার কাছে অত্যন্ত নিন্দনীয় ও অত্যন্ত ঘৃনিত লেগেছে বিধায়,আমি বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় পদ সহ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন ইউপি চেয়ারম্যান
প্রতিবেদক :মো: রাসেদ খান ঝালকাঠি প্রতিনিধি | জনতা মেইল
ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা।