বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
27 C
Dhaka
Homeজেলার খবরঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার যোগদান

ঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার যোগদান

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৪ ১২:০৮
প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৪ ১২:০০

ঝালকাঠি জেলা পুলিশে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন নওগাঁর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) উজ্জ্বল কুমার রায়।

৮ সেপ্টেম্বর ২০২৪ ঝালকাঠি জেলার নবনিযুক্ত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ঝালকাঠিতে উপস্থিত হলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সুপারকে অভিনন্দন জানান ও জেলা পুলিশের পক্ষ থেকে সশস্ত্র সালাম প্রদান করা হয়।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে গত ২৭ আগস্ট ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর