সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
23 C
Dhaka
Homeজেলার খবরঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানবন্ধন

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানবন্ধন

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৭:৪৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে ঝালকাঠিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলার প্রাথমিক সহকারি শিক্ষকদের ব্যানারে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নতক সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারি শিক্ষক ও পুলিশের উপপরিদর্শকরা (এসআই) দশম গ্রেডে বেতন পাচ্ছেন।এইচএসসি সমমান ডিপ্লোমা পাশে নিয়োগপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারি কৃষি অফিসারও বেতন পাচ্ছেন দশম গ্রেডে।এছাড়া বক্তারা আরো বলেন, বিভিন্ন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাশে বেতন পাচ্ছে দশম ও নবম গ্রেডে।অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষ্যম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য নিরসনে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, ঝালকাঠি পিটিআই এ প্রশিক্ষণরত সহকারি শিক্ষক শিশির দাস, আলী আকবর, সিফাত আহম্মেদ সারা, মরিয়ম খানম, প্রতিক মজুমদার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর