রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে আয়োজন করা হয় ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভা। এতে অংশ নেয় নির্বাচনের কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি, রাজনৈতিক দলসহ সব অংশীদার।
ডাকসু নির্বাচন দ্রুত আয়োজনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ নানা দাবি তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ছাত্রী হলের সংস্কারে দাবি তুলে ধরেন ইসলামী ছাত্রী সংস্থাও।
ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানবিরোধী কোনো ছাত্র সংগঠন যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। ছাত্রশিবিরের পক্ষে থেকে তাদের নির্বাচনে অংশ নেয়ার যৌক্তিকতা তুলে ধরা হয়।
পরে ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিশন ২৯ জুলাই তফসিল ঘোষণার দিন নির্ধারণ করে। পাশাপাশি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে বলে জানানো হয়।
ঢাবি উপাচার্য বলেন, যেহেতু সবাই আমরা এ বিষয়ে একমত, তাই এ নির্বাচনকে জুলাই স্পিরিটকে সম্মান জানানোর উপায় হিসেবে করতে চাই। তিনি আরও বলেন, নির্বাচনের পাশাপাশি সম্প্রতি ঢাবিতে ঘটে যাওয়া হত্যা ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার কাজও অব্যাহত রাখা হবে।


