সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
23 C
Dhaka
Homeশিক্ষানতুন শিক্ষাক্রম সব ক্ষেত্রে উপযোগী নয়: শিক্ষা উপদেষ্টা

নতুন শিক্ষাক্রম সব ক্ষেত্রে উপযোগী নয়: শিক্ষা উপদেষ্টা

প্রকাশ: আগস্ট ১৮, ২০২৪ ১:২৭

শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে দল গঠন, দখলদারিত্ব,বিশৃঙ্খলা চলবে না। কী করা যায়, সেটা চিন্তা করব।

আবার পরিবর্তন আসতে পারে চলমান শিক্ষা ব্যবস্থায়। সাংবাদিকদের এক প্রশ্নে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে মিল থাকে। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতিদ্রুত কিছু কাজ করতে হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি মন্তব্য করেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। যত দ্রুত সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে। তবে এটা একটা সুযোগও। আমরা চাইব সত্যিকার শিক্ষানুরাগী এবং প্রশাসনিক ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের নিয়ে আসার।

তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নসহ অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে মানবসম্পদ উন্নয়ন করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব না। সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনাতে হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর