সৌদি সুপার কাপ ফাইনালে আল হিলালের বিপক্ষে নামার আগে ট্রফিতে হাত বুলিয়েছিলেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শিরোপা জয়ের স্বপ্নে বিভোর সিআরসেভেনের গোলের প্রথমার্ধে এগিয়ে ছিল আল নাসর।
তবে দ্বিতীয়ার্ধে আল হিলালের মাত্র ১৭ মিনিটের তাণ্ডবে চুরমার হয়ে যায় পর্তুগিজ তারকার স্বপ্ন। ৫৫ থেকে ৭২—এ ১৭ মিনিটে আল নাসরের জালে ১ হালি গোল পূরণ করেন নেইমারের সতীর্থরা। ফলে আল নাসরকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সৌদি সুপার কাপের শিরোপা ঘরে তুলল আল হিলাল।
গত মৌসুমে আল ইত্তিহাদকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এ নিয়ে পঞ্চমবারের মতো সুপার কাপের শিরোপা ঘরে তুলল আল হিলাল।
শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাতে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ৪৪ মিনিটে পর্তুগিজ তারকার গোলে এগিয়ে যায় আল নাসর। প্রতিপক্ষের ডি বক্সে জটলায় আবদুল রহমান ঘারিবের অ্যাসিস্টে বল জালে জড়ান রোনালদো।
তবে বিরতির পর আল নাসরের রক্ষণে ঝড় তোলেন আল হিলালের দুই সার্বিয়ান তারকা আলেক্সান্দার মিত্রোভচ ও সের্গেই মিলিনকোভিচ–সাভিচ ও আলেক্সান্দার মিত্রোভিচ। জোড়া গোল করেন মিত্রোভিচ, এছাড়া সাভিচ ও ম্যালকম করেন একটি করে গোল। ম্যাচের ৫৫ মিনিটে মিত্রোভিচের অ্যাসিস্টে দলকে ১-১ গোলের সমতায় ফেরান সাভিচ।
এর ৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচটি আল নাসরের নাগালের বাইরে নিয়ে যান মিত্রোভিচ। আর ম্যাচের ৭২ মিনিটে আল হিলালের হয়ে চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ম্যালকম।
নিজ দলের এ অবস্থায় হতাশ রোনালদো। গত মৌসুমে তাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে নেইমারের আল হিলাল। আল নাসরের শিরোপা হাতছাড়া হয় সৌদি আরবের অন্যতম সেরা ক্লাবটির কাছে।
এরপর এই আল হিলালের কাছে হেরে রোনালদো বঞ্চিত হন সৌদি কিংস কাপের শিরোপা। এবারও আল হিলালের কারণে শিরোপা জেতা হলো না রোনালদোর আল নাসরের।