বিখ্যাত অসমি ও বলিউড গায়ক জুবিন গর্গ আজ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। পরে সমুদ্র থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু গুরুতর আঘাতের কারণে বাঁচানো যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনার পর আসামের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ সমুদ্র থেকে তাঁর উদ্ধার করেন, এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউ-তে রাখা হয়েছিল তাকে, কিন্তু চিকিৎসকরা শেষ পর্যন্ত তাঁকে রক্ষা করতে পারেননি।
জুবিন গর্গের মৃত্যু সংবাদে আজ অসম ও উত্তর-পূর্ব ভারতের সাধারণ মানুষ, তার ভক্ত ও শিল্পী সমাজ গভীর শোক প্রকাশ করছে।
জুবিন গর্গ জন্মগ্রহণ করেন ১৯৭২ সালে অসমে। গায়ক, সুরকার ও অভিনেতা হিসেবে পরিচিত তিনি একাধারে বলিউড এবং অসমি সংগীতে দারুণ জনপ্রিয় ছিলেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস্টার’ সিনেমারর ‘ইয়া আলি’ গান দিয়ে তিনি সারা ভারতে খ্যাতি পান। অসমি গান, চলচ্চিত্র সংগীত ও স্বাধীন অ্যালবাম—সব জায়গাতেই সমান সাফল্য পেয়েছেন তিনি।