শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
29 C
Dhaka
Homeখেলাশ্রীলঙ্কার কল্যাণে দেখতে পাবেন বাংলাদেশের সুপার ফোরে খেলা

শ্রীলঙ্কার কল্যাণে দেখতে পাবেন বাংলাদেশের সুপার ফোরে খেলা

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:২৫

শ্রীলঙ্কার কল্যাণে এশিয়া কাপের সুপার ফোরে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের যাত্রা দীর্ঘ হচ্ছে। যদিও গ্রুপপর্বের একটি ম্যাচ বাকি আছে, সুপার ফোরের চূড়ান্ত সূচি নির্ধারিত হয়েছে। গ্রুপ 'এ' থেকে শীর্ষে উঠে সুপার ফোরে উঠেছে ভারত, রানার্স-আপ পাকিস্তান। গ্রুপ 'বি' থেকে চ্যাম্পিয়ন হিসেবে শ্রীলঙ্কা এবং দ্বিতীয় স্থানে থেকে বাংলাদেশ শেষ চার নিশ্চিত করেছে।

আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম সুপার ফোর ম্যাচ,যেখানে মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গ্রুপপর্বে এই দলের সঙ্গে বাংলাদেশের হারের পর এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকবে।

লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম নেবে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ হবে টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। এর একদিন পর, ২৫ সেপ্টেম্বর, পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


সব সুপার ফোর ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ বাদে। টুর্নামেন্টের ফাইনালও ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের হয়ে লিটন দাসের নেতৃত্বে খেলোয়াড়রা প্রস্তুত, লক্ষ্য সুপার ফোর থেকে ফাইনালে পৌঁছানো। আর এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, এছাড়া অনলাইনে টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম, এবং স্মার্ট টিভির মাধ্যমে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) খেলা দেখা যাবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর