সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
31 C
Dhaka
Homeবিনোদনযে কারণে দেড় বছর পরীমণি যেতে পারেননি বাড়ির বাইরে 

যে কারণে দেড় বছর পরীমণি যেতে পারেননি বাড়ির বাইরে 

প্রকাশ: অক্টোবর ১১, ২০২৫ ১১:২৭

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।

প্রেম, বিয়ে, বিচ্ছেদ— তার ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে। শরীরও সব সময় সঙ্গ দেয়নি। করোনার সময়ে কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন নায়িকা। সে কথা যে সবাই জানতেন, তা নয়। প্রায় দেড় বছর ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন পরী। কী হয়েছিল তার?

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সবটা খোলসা করলেন অভিনেত্রী। এমনিতে সবাই দেখেছেন নায়িকার মাথায় একঢাল চুল। তিনি চুল কাটাতে পছন্দ করেন না। করোনার সময় আচমকাই মাথার এক দিক থেকে অনেকটা চুল উঠে যায় তার। যা নিয়ে খুবই চিন্তায় পড়েছিলেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে পরীমণি বলেন, চুল আমার খুব প্রিয়। তাই কাটাইও না। সেখানে মাথার অনেকটা অংশের চুল উঠে গিয়েছিল। টাক বলা যাবে না, তবে চামড়াটা কী রকম যেন হয়ে গিয়েছিল। সেটাকে কী করে ঢাকব বুঝতেই পারছিলাম না। এখন অবশ্য ঠিক হয়ে গিয়েছে। পুরোপুরি সুস্থ আমি। প্রায় দেড় বছর লেগেছে। এই সময়টা বাড়ির বাইরে বেরোতে পারিনি। এই রোগটার নাম অ্যালোপেসিয়া। শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, এমনটা অনেক সময় ছেলেদের দাড়িতেও হয়ে থাকে।

এদিকে ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল থেকে সফল উদ্যোক্তা- পরীমণি যেন একের পর এক নতুন পরিচয়ে অনন্য হয়ে উঠছেন। অভিনয়ের বাইরেও তার জীবনযাত্রা, চিন্তাভাবনা আর উদ্যোগে বারবার উঠে আসে এক সাহসী নারীর গল্প।

গত ভালোবাসা দিবসে যাত্রা শুরু করা পরীমণির অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’ মূলত মায়েদের মাতৃত্বকালীন ও নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করে।

মাতৃত্বের অভিজ্ঞতা থেকেই ‘বডি’র জন্ম- এমনটাই জানান পরীমণি। সন্তান জন্মের পর একজন মা যেসব শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘বডি’র পণ্যসম্ভার।

এই উদ্যোগ শুধু ব্যবসার জন্য নয়, একজন মায়ের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

পরীমণি আরটিভিকে বলেন, আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দিচ্ছে নতুন কিছু করার। ‘বডি’ এখন শুধু ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানসম।

প্রসঙ্গত, পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর