২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার এক ধাপ দূরে চলে গেল ফ্রান্স। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্সে আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্যারিসে শুক্রবার (১০ অক্টোবর) রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে এমবাপ্পে, র্যাবিয়ট ও তোভাঁর গোলে সহজ জয় পায় দিদিয়ের দেশমের দল।
পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে ফ্রান্স। বল দখলে ৭৬ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা নিয়েছে ৩৩টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে আজারবাইজান নিতে পেরেছে মাত্র একটি শট, তাও লক্ষ্যভ্রষ্ট।
প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত একক নৈপুণ্যে দলকে লিড এনে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। একিতিকের পাস থেকে নিচু শটে গোল করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোলের রেকর্ড গড়েন তিনি। জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ালো ৫৩, শীর্ষ গোলদাতা অলিভিয়ে জিরুঁদ থেকে এখন মাত্র চার গোল পিছিয়ে ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় রাখে ফ্রান্স। ৬৯তম মিনিটে বাঁ দিক থেকে এমবাপ্পের ক্রসে হেডে গোল করেন আদ্রিও র্যাবিয়ট। শেষ দিকে ইনজুরির কারণে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার জায়গায় নেমেই গোলের দেখা পান ফ্লোরিয়ান তোভাঁ। ২০১৯ সালের পর জাতীয় দলে ফিরেই গোল করলেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউক্রেন, ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় আইসল্যান্ড। ১ পয়েন্টে তলানিতে আজারবাইজান। পরের ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে ফরাসিদের।