শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
28 C
Dhaka
Homeবিনোদনঅভিনেত্রী ইসাবেল বিরল রোগে আক্রান্ত হয়ে ২৩ বছরেই না ফেরার দেশে 

অভিনেত্রী ইসাবেল বিরল রোগে আক্রান্ত হয়ে ২৩ বছরেই না ফেরার দেশে 

প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৫ ৭:৪৮

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি নাটক ‘৯-১-১: ন্যাশভিল’র পাইলট পর্বে অভিনয় করা অভিনেত্রী ইসাবেল টেট মারা গেছেন। গত ১৯ অক্টোবর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ২৩ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীরদ্য হলিউড রিপোর্টার ম্যাকক্রে এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিরল ধরনের স্নায়বিক রোগে (চারকোট-মেরি-টুথ) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রী ইসাবেলের।

সংস্থার কর্ণধার কিম ম্যাকক্রে বলেছেন, আমরা গভীরভাবে শোকাহত এবং ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ইসাবেল টেট মারা গেছেন। তাকে কিশোর থেকেই চিনি আমি এবং সম্প্রতি সে অভিনয়ে ফিরেছে। তার প্রথম অডিশন সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’। তার সময়টা দুর্দান্ত কেটেছে।

প্রসঙ্গত, ছোটবেলা থেকে মডেলিং ও অভিনয়ে প্রবল ঝোঁক ছিল ইসাবেলের। ছোটবেলায় পছন্দের এ দুটি করার পর মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় ডিগ্রি অর্জন করেন। আর ‘৯-১-১: ন্যাশভিল’র মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর প্রধান অভিনেত্রী হিসেবে কাজের সুযোগ পান। তার পাইলট পর্বটি জুনে শুটিং হয় এবং যা গত ৬ অক্টোবর প্রকাশ হয়।

এদিকে অভিনেত্রী ইসাবেলের মা ক্যাটরিনা, সৎবাবা বিষ্ণু জয়মোহন, বাবা জন ড্যানিয়েল এবং অভিনেত্রীর বোন ড্যানিয়েলা রয়েছেন। তারা তাদের মেয়ের স্মরণে ফুলের পরিবর্তে চারকোট-মেরি-টুথ অ্যাসোসিয়েশনকে অনুদান প্রদানের অনুরোধ জানিয়েছেন। আরও বলা হয়েছে, সংস্থাটির কাছে বিরল এই রোগের তথ্য রয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রী জেসিকা ক্যাপশ ও অভিনেতা ক্রিস ও’ডোনেল অভিনীত ‘৯১১: ন্যাশভিল’ ধারাবাহিক টিভি নাটকটি প্রযোজনা করেছে এবিসি। ধারাবাহিকটি রায়ান মারফি টেলিভিশনের ফার্স্ট-রেসপন্ডার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় শো।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর