বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
25 C
Dhaka
Homeবিনোদনগায়ক সনু নিগম আজান শোনা মাত্রই গান থামিয়ে দিলেন 

গায়ক সনু নিগম আজান শোনা মাত্রই গান থামিয়ে দিলেন 

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৫ ২:২২

কয়েক বছর আগে আজান নিয়ে বিতর্কে জড়িয়ে সমালোচিত হওয়ার পর, এবার এক অনন্য উদাহরণ স্থাপন করলেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। সম্প্রতি ভারতের শ্রীনগরে একটি কনসার্টে পারফর্ম করতেগিয়ে, আজান শোনার সাথে সাথে মঞ্চে গান বন্ধ করে দেন তিনি। তার এই পদক্ষেপ দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং প্রশংসিত হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, সনু নিগম শ্রীনগরে তার প্রথম কনসার্টে পারফর্ম করার সময় এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দর্শকদের কাছে দুটি মিনিট সময় চেয়ে নেন। তিনি বলেন, আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে। এরপর সেই দুই মিনিটের জন্য পুরো অনুষ্ঠান থামিয়ে রাখেন। আজান শেষ হওয়ার পর আবার শুরু হয় তার পারফরম্যান্স।

এসময়, তার এই আচরণকে উপস্থিত দর্শকরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং গায়ককে দারুণ সম্মান প্রদান করেন। তার এই শালীন পদক্ষেপে সুরের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি সমর্থনও ফুটে ওঠে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সনু নিগমকে প্রশংসায় ভাসানো হচ্ছে। বিশেষ করে, ২০১৭ সালে মুম্বাইয়ে নিজের বাসার কাছাকাছি মসজিদ থেকে ভোরবেলা আজান শোনা নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে তাকে একাধিকবার সমালোচনা ও বয়কটের ডাক দেওয়া হয়েছিল।

তবে, এই নতুন পদক্ষেপের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি তার পূর্বের মন্তব্য থেকে অনেক কিছু শিখেছেন এবং এই মুহূর্তে ধর্মীয় সংবেদনশীলতায় শ্রদ্ধা রেখে কাজ করছেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর