বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
19 C
Dhaka
Homeবিনোদনবুবলী ইঙ্গিত দিলেন আইনি পদক্ষেপ নেয়ার 

বুবলী ইঙ্গিত দিলেন আইনি পদক্ষেপ নেয়ার 

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২৬ ৮:২৮

ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার ট্রল সবকিছু এত দিন নীরবে সহ্য করলেও এবার আর চুপ থাকতে নারাজ শবনম বুবলী।

মা হওয়ার গুজব ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর অবশেষে আইনি পথে হাঁটার কথা জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী।Advertisementসম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে বুবলী জানান, সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং তাকে গভীরভাবে ভাবিয়েছে। তিনি বলেন, সহকর্মীদের অনেকেই আগেই আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছিলেন। এত দিন বিষয়গুলো এড়িয়ে গেলেও এখন মনে হচ্ছে, চুপ থাকলেই গুজব আরও শক্তিশালী হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাকে নিয়ে ট্রল হচ্ছে, তা আর স্বাভাবিক নয়। আমি কখনোই এসব নিয়ে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে, এটা করা জরুরি। না হলে এ ধরনের অপপ্রচার থামবে না।

অভিনেত্রী আরও অভিযোগ করেন, ইদানীং নারীরাই নারীদের নিয়ে বেশি কটূক্তি করছেন। বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও অনেকে মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন যা খুবই দুঃখজনক। তার মতে, এ ধরনের আচরণ শুধু ব্যক্তি নয়, ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করে। তাই এসব বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর থেকেই বুবলীর মা হওয়ার গুজব ছড়াতে শুরু করে। একটি অনুষ্ঠানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ দাবি করেন, সেখানে নাকি অভিনেত্রীর বেবিবাম্প বোঝা গেছে। পরবর্তী সময়ে ঢিলেঢালা পোশাকে বিভিন্ন আয়োজনে উপস্থিত হওয়ায় সেই জল্পনা আরও বাড়ে। এ নিয়ে প্রশ্ন করা হলে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাওয়াতেই শুরু হয় নতুন করে ট্রল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর