শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeবিনোদনরাজউকের ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ 

রাজউকের ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ 

প্রকাশ: জানুয়ারি ২, ২০২৪ ১০:১১

রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) একটি ১০ কাঠার প্লট পেয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। রাজউকের পূর্বাচল নিউটাউন প্রজেক্টে এই প্লট বরাদ্দ পেয়েছেন তিনি।

রাজউক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।

রাজউক সূত্র আরও নিশ্চিত করেছে, গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফিন শুভর নামে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তার বসুন্ধরা আবাসিক এলাকার বর্তমান ঠিকানায় চিঠি পাঠান।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ড সভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেয়া হয়। কারণ, পূর্বাচল ছাড়া এখন প্লট দেয়ার মতো আর কোনও জায়গা নেই।’

তবে বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চান না শুভ। তার ভাষায়, ‘মধ্যে এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। কিন্তু সেটা রাজউকের প্লট বরাদ্দ বা এমন কিছু নয়। যদি প্লট বরাদ্দ পেয়ে থাকি, তখন আমি নিজেই সবাইকে জানাব। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।’

এদিকে শুভর পাশাপাশি প্লট পেয়েছেন প্রযোজক লিটন হায়দার। তার নামে ৩ কাঠার একটি প্লট বরাদ্দ করা হয়েছে। ‘চিরঞ্জীব মুজিব’সহ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন তিনি।

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধার সন্তান। সিনেমার সঙ্গেও জড়িত। সেই হিসেবে প্লটের জন্য আবেদন করেছিলাম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজউকের সিদ্ধান্ত এসেছে।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর