মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
31.2 C
Dhaka

জাপার মনোনয়ন পাননি ‘পোস্টার মিলন’

0
জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সাইফুদ্দিন আলম মিলন। ছবি: সংগৃহীত।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সাইফুদ্দিন আলম মিলন। ছবি: সংগৃহীত।

আলোচিত-সমালোচিত জাতীয় পার্টির এই নেতা এবার মনোনয়ন চেয়েও পাননি জাতীয় পার্টি থেকে। জাতীয় পার্টির রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে বিশেষ বিশেষ দিনে ছাপানো পোস্টারে দেখা যায় তার হাস্যোজ্জ্বল মুখ। ফলে জাতীয় পার্টির অন্যান্য নেতাদের ছাপিয়ে তিনি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন বিভিন্ন সময়।

পোস্টার বয় মিলন এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ও সংসদ নির্বাচনে অংশ নিলেও কখনো জয় লাভ করতে পারেননি।

ঢাকা-৭ আসনে জাপার মনোনয়ন চেয়েছিলেন তিনি। এবার তার জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে তারেক এ আদেলকে।

এ বিষয়ে মিলন বলেন, জাপার মনোনীত প্রার্থী তালিকায় আমার নাম নেই দেখে বিস্মিত হয়েছি। আমি নেতাদের সঙ্গে যোগাযোগ করছি।

মনোনয়ন পাননি যে তারকারা

0

শমী কায়সার (ওপরের বাঁ থেকে), মাহিয়া মাহি, শাকিল খান, রোকেয়া প্রাচী, রুবেল ও সিদ্দিকুর রহমান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শোবিজের একঝাক তারকা। এ তালিকায় ছিলেন বরেণ্য অভিনেতা-রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, স্বনামধন্য অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী, গায়িকা মমতাজ, চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা, মাহিয়া মাহি, চিত্রনায়ক ফেরদৌস, শাকিল খান, রুবেল, গায়ক এসডি রুবেল ও সিদ্দিকুর রহমান সিদ্দিক। তবে এবার মাত্র তিন তারকা শিল্পীকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ সময় দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ তালিকায় ঠাঁই পেয়েছেন বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী মমতাজ এবং চিত্রনায়ক ফেরদৌস।

এদিকে দল থেকে মনোনয়ন প্রত্যাশী তারকাশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এটা মেনে নিয়েছেন তারা। আসন্ন সংসদ নির্বাচনে দলের নির্বাচিত প্রার্থীর হয়ে প্রচারণায় অংশও নেবেন তারা।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরেণ্য অভিনেত্রী শমী কায়সার (ফেনী-৩), রোকেয়া প্রাচী (ফেনী-৩), সামসুন নাহার সিমলা (ঝিনাইদহ-১), মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), মাসুম পারভেজ রুবেল (বরিশাল-৩), শাকিল খান (বাগেরহাট-৩), গায়ক এসডি রুবেল (ঢাকা-৮), সিদ্দিকুর রহমান সিদ্দিক (ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১) মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ২০ বিলিয়ন ডলারের নিচে

3

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের কারণে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত ২০ বিলিয়ন (দুই হাজার কোটি) মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। এই দফায় সেপ্টেম্বর-অক্টোবর মাসের আমদানি দায় বাবদ আকুকে ১২১ কোটি ডলার দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে গতকাল মঙ্গলবার আকুর এই দায় সমন্বয় করা হয়েছে। এরপর রিজার্ভ কত হয়েছে, তার সঠিক হিসাব পাওয়া যাবে আজ বুধবার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক জনতা মেইলকে বলেন, আকুর বিল পরিশোধ হয়েছে। তবে সময়ের পার্থক্যের কারণে আজ জানা যাবে রিজার্ভ কত।

‘মানুষের ওপর মানুষ চাপা পড়ে দম বন্ধ হয়ে আসছিল’

0

‘ভৈরব থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট পর একটা শব্দ হলো। প্রথমে মনে হলো, একটা ট্রেন যাচ্ছে। ভাবতে না ভাবতেই ঝড়ের মতো মনে হলো। আর কিছু বলতে পারব না। তারপর চিৎকার চেঁচামেচি।’

চেতনা ফিরে পেয়ে সাদেক নিজেকে আবিষ্কার করলেন অনেকের ওপরে পড়ে আছেন। তখনো বগির ভেতরেই তিনি। কোনো রকমে জানালা দিয়ে নিচে নামলেন। তাঁর সঙ্গে তাঁর বন্ধু নাঈমও (২২) নেমে এলেন। দুজন বাইরে বেরিয়ে এসে দেখেন রক্ত আর মানুষের চিৎকার।

‘বিশ্বকাপ শেষ হলে হতাশ হোন, মন ভরে হতাশ হোন’

0

বাংলাদেশের সেমিফাইনালে খেলার ক্ষেত্রে এখনো ‘খুব ভালো সুযোগ’ আছে বলে মনে করেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, অন্যান্য দল সহায়তা করছে তাঁদের, এখন নিজেদের কাজটি করার পালা। এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না বলেও মনে করেন তিনি।

পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচের আগে ৪ ম্যাচে ১ জয় পাওয়া বাংলাদেশ পয়েন্ট তালিকায় ছিল ছয় নম্বরে। অবশ্য ছয় থেকে দশ নম্বরে থাকা পাঁচটি দলেরই ২ পয়েন্ট করে এখন। সবারই বাকি ৫টি করে ম্যাচ। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে গেলে কার্যত বাকি সব ম্যাচই জিততে হতে পারে বাংলাদেশকে।

প্রথম ৪ ম্যাচে মাত্র একটি জেতা দলের জন্য সেটি যে বেশ কঠিন, তা আলাদা করে বলতে হয় না। তবে সাকিব পেছনের ম্যাচের দিকে ফিরে তাকাতে চান না, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।’

ইংল্যান্ডকে হারিয়েও বাংলাদেশকে যেখানে ভয় দক্ষিণ আফ্রিকার

0

ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার লড়াইটা যেন দুই ভাগে ভাগ করা। প্রথম অধ্যায় ২০০২ সালের ৩ অক্টোবর থেকে ২০১৫ সালের ১০ জুলাই পর্যন্ত। পরের অধ্যায়টি ২০১৫ সালের ১২ জুলাই থেকে গত বছরের ২৩ মার্চ পর্যন্ত। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসকে দুই ভাগ করার কারণ—দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান।

দুই দল এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ২৪ ম্যাচে। এর মধ্যে ১৮টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের জয় মাত্র ৬টি। কিন্তু লড়াইটাকে যদি ওই দুই ভাগ করেন, দেখবেন দ্বিতীয় ভাগে দক্ষিণ আফ্রিকা দেখেছে অন্য এক বাংলাদেশকেই।
প্রথম ভাগে খেলা ১৫ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ১টি। কিন্তু ২০১৫ সালের ১২ জুলাই থেকে মুখোমুখি হওয়া ৯ ম্যাচের ৫টিতে জিতেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার জয় ৪টি। এই পরিসংখ্যান পেছনে রেখেই কাল মুম্বাইয়ে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। অবশ্য বিশ্বকাপে দুই দলই সমানে সমান। মুখোমুখি ৪ ম্যাচে দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ।

ফিলিস্তিনে হামলায় ‘শতভাগ প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল

0

ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার চিকিৎসকেরা। তাঁরা বলছেন, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী যেসব অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে, সেগুলো ‘শতভাগ প্রাণঘাতী’।

গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের এক চিকিৎসক বলেন, তাঁদের হাসপাতালে আসা আহত ও গুরুতর রোগীদের মধ্যে নানা জটিলতা দেখা দিচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, মৃত্যুর হার শতভাগে পৌঁছে গেছে। অর্থাৎ হামলার শিকার ব্যক্তিদের প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে ভারত–চীনের ওপর নির্ভরতা বাড়তে পারে

0

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংঘাতময় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্থাটি বলছে, বিতর্কিত ও কারচুপির নির্বাচন হলে বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এর জেরে চীন ও ভারতের ওপর বাংলাদেশ সরকারের নির্ভরশীলতা আরও বাড়তে পারে।

গত বুধবার ক্রাইসিস গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে চলতি অক্টোবর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে সম্ভাব্য নানা সংঘাত ও সংকটের আশঙ্কার কথাও বলা হয়েছে। এতে বাংলাদেশের নির্বাচন ছাড়াও পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র ও জঙ্গিগোষ্ঠীর তৎপরতা এবং কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নানা সংকটের কথাও বলা হয়েছে।

গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে বন্ধ আজ বুধবার স্থানীয় সময় বিকেলে বন্ধ হয়ে গেছে

0

জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র আজ বুধবার স্থানীয় সময় বিকেলে বন্ধ হয়ে গেছে। এতে পুরো গাজা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় ইতিমধ্যে খাবার, সুপেয় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইসরায়েল থেকে যে বিদ্যুৎ সরবরাহ করা হতো, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে।

গাজার কর্মকর্তারা বলছেন, গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের ‘মানবিক বিপর্যয়’ নেমে আসবে। এখানে প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন।

ইতিমধ্যে হামাস–নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের অবরোধের কারণে ‘সব ধরনের পণ্য সরবরাহ ও সেবা’ ঝুঁকির মধ্যে পড়েছে।

গাজার বিদ্যুৎ কর্তৃপক্ষ আজ সকালে বলেছিল, ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে গাজা।

ফিলিস্তিন এনার্জি অথরিটির চেয়ারম্যান থাফের মেলহাম আজ সকালে ভয়েস অব ফিলিস্তিনকে বলেছিলেন, গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানির অভাবে বিকেলের দিকে বন্ধ হয়ে যেতে পারে

ইসরায়েলে হামাসের হামলার পর বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ঘোষণা দিয়েছিল, তারা গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও সুপেয় পানি সরবরাহ বন্ধ করে দিচ্ছে। যদি বিদ্যুৎকেন্দ্র চালু না হয়, তাহলে গাজাবাসীকে জেনারেটর থেকে উৎপাদিত বিদ্যুতের ওপর নির্ভর করতে হবে। অবশ্য যদি তাদের কাছে জ্বালানি থাকে।

২৮ অক্টোবরের সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশ পথ বন্ধ হবে না–স্বরাষ্ট্রমন্ত্রী।

0