শনিবার, নভেম্বর ১, ২০২৫
শনিবার, নভেম্বর ১, ২০২৫
27 C
Dhaka

এবার ‘আইনজীবী’ হলেন মোশাররফ করিম

0

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক-ওয়েব সিরিজ উপহার দিয়েছেন। প্রায় প্রতি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। এবার নতুন এক রূপে পর্দা মাতাতে আসছেন মোশাররফ করিম।

নির্মাতা সোহরাব হোসেন দোদুলের পরিচালনায় ওয়েব সিরিজে ‘মোবারকনামা’ নিয়ে আসছেন মোশাররফ করিম। এবারই প্রথম দোদুলের সঙ্গে কাজ করলেন তিনি। সিরিজটি আট পর্বে নির্মিত হয়েছে। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে কলকাতায় সিরিজটির সম্পাদনার কাজ চলছে। আর এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম যেখানে মোবারক নামের একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।

মূলত পেশাগত জীবনে একজন সফল ও সৎ আইনজীবীর জীবন নিয়ে চিত্রায়িত হয়েছে ‘মোবারকনামা’। এই আইনজীবী ব্যক্তিগত সমস্যাকে উপেক্ষা করে আইনি পেশায় সবসময় নিজের সততা ও শক্তির জানান দিয়েছেন, কখনো হার মানেননি। কিন্তু একটি ভুল সিদ্ধান্তে মোবারক আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নিয়ে স্বেচ্ছায় অবসরে চলে যান। এরপর হঠাৎ চাঞ্চল্যকর একটি মামলা বদলে দেয় তার সিদ্ধান্ত।

‘মোবারকনামা’ওয়েব সিরিজ প্রসঙ্গে নির্মাতা দোদুল বলেন, ‘প্রায় বছরখানেক আগে এই সিরিজের পরিকল্পনা হয়। গল্পটি নিয়ে গত এক বছরে অনেক আলাপ করেছি দুজন। চরিত্রটিতে শুরু থেকে মোশাররফকেই ভেবেছিলাম।’

এই চরিত্রে মোশাররফ করিমকে নির্বাচন করার প্রসঙ্গে নির্মাতা বলেন, মোশাররফের ভেতরে একটা অন্যরকম মানুষ বাস করে। যিনি বিভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে ফুটিয়ে তোলেন। অভিনয় যেহেতু তার পেশা, তাকে বিভিন্ন ধরনের কাজ করতেই হয়। তবে মোশাররফ ভীষণ খুঁতখুঁতে স্বভাবের একজন মানুষ। কখনও সে আপস করে না। অ্যাটলিস্ট আর্ট ফর্মে। ওই চরিত্রটাই আসলে মোবারক, যে কি না আপসহীন চরিত্র। আমার তাই মনে হয়েছে, মোশাররফ সবচেয়ে সেরা পছন্দ।’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের সিরিজ জয়

0

ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হারের জ্বালা কিছুটা হলেও জুড়াল ভারত। টি-টোয়েন্টি সিরিজে ওয়ান ডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারাল স্বাগতিকরা।

রায়পুরে চতুর্থ ম্যাচে সফরকারীদের ২০ রানে হারিয়েছে ভারত। এর মধ্য দিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।

শুক্রবার রাতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে অজিদের ইনিংস। লো স্কোরিং এই ম্যাচে দুদলের কেউই নাগাল পাননি হাফসেঞ্চুরির। সর্বোচ্চ রান করেন রিংকু সিং। ২৯ বলের ইনিংসে ৪৬ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন দলটির অধিনায়ক ম্যাথ্যু ওয়েড। ২৩ বলের ইনিংসে ৩৬ রান করেন তিনি। হার এড়ানোর জন্য তার ইনিংসটি যথেষ্ট ছিল না। ভারতের জয়ের নায়ক স্পিনার অক্ষর প্যাটেল। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নেন অক্ষর।

আগামী রোববার দুদলের মধ্যে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি এখন শুধু্ই নিয়মরক্ষার।

যুদ্ধবিরতি শেষে ফের ইসরায়েলি হামলা, নিহত ১০৯

0

এক সপ্তাহ যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনির নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকশ। শুক্রবার ভোর থেকে গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েল।

আল জাজিরায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি সেনারা ব্যাপক বোমা হামলার ফলে আকাশে ধোঁয়া উড়ছে।

খান ইউনিসে বর্তমানে কয়েক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাদের বেশিরভাগই ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে উত্তর গাজা থেকে পালিয়ে এখানে এসেছিলেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় আরও অন্তত ২৪০ ইসরায়েলি। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় প্রায় দুই মাস ইসরায়েলি হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত সপ্তাহে দুই পক্ষ বন্দি ও জিম্মি বিনিময়ের জন্য প্রথমে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে আরও দুই দফায় তিন দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণ মাত্রায় গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

হাজারের বেশি যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’

0

ট্রেনে কক্সবাজার যাওয়ার স্বপ্ন পূরণ হলো ঢাকাবাসীর। প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল ‌‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি।

শুক্রবার (০১ ডিসেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ১ হাজার ১০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি।

এদিন কক্সবাজারগামী অধিকাংশই ছিল ভ্রমণের জন্য আসা যাত্রী। নিজেদের এই ইতিহাসের অংশ করে নিতে পরিবার ও বন্ধুদের নিয়ে কক্সবাজার যেতে দেখা যায় অনেককে।

এ দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কোচের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় রেলওয়ে ডিজি মো. কামরুল আহসানকে। এর আগে রাত ৯টা ৩৯ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় ‘কক্সবাজার এক্সপ্রেস’।

এর আগে, শুক্রবার রাত ৯টা ৩৮ মি‌নি‌টে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন‌টি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায় ।

দুপুর ১২টা ৪০ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি প্রথমবারের মতো কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে ট্রেন‌টি আবার রাত সাড়ে ১০টা ৫৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে।

ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত: জয়

0

১৯৭৫ এর পর ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ইউরোপের ১৩টি দেশে আইন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না। সেটা করলেই জেল হবে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে একটি হোটেলে ‌‘LIVE : Let’s Talk-তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, যদি ইউরোপে গিয়ে হলোকাস্ট নিয়ে বিকৃতি করেন, আপনার জেল হবে। এটা তাদের আইন। আমরাও সেই আইন করেছি। একাত্তরের স্বাধীনতার চেতনার ইতিহাস বিকৃত করা হলে সেটার সাজা হচ্ছে জেল।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের সময় বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। আমরা অনেক দূর এগিয়ে এসেছি। অনেকে এখন দুর্নীতি নিয়ে চিন্তিত, দুর্নীতি নেই আমি অস্বীকার করব না। তবে যদি সেই রকম দুর্নীতি থাকত, এত দ্রুত সকল প্রজেক্ট করা সম্ভব হতো না। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও চাই না, বাংলাদেশে দুর্নীতি থাকুক।

জয় বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রে, ইউরোপে, নরওয়েতে যান, সেখানে কি দুর্নীতি নেই? অবশ্যই আছে। তবে অনেকটা কম। আমাদের ভবিষ্যতে উদ্যোগ হচ্ছে, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করব। যত আইন আছে সেগুলোকে শক্তিশালী করব।

তিনি বলেন, আমাদের যত সার্ভিস ডিজিটালাইজড করছি, এখানে দুর্নীতি সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। শুধু কমছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আগের টেন্ডারের কাগজ নিয়ে অনেক দুর্নীতি, মারপিট হতো, এখন কি এসব কথা শোনা যায়? না, এখানে দুর্নীতি করার আর উপায় নেই। কারণ টেন্ডারের সবকিছু ডিজিটালাইজড হয়ে গেছে।

নির্বাচন বর্জন করল যে ৬০টি রাজনৈতিক দল

0

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ ৬০টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে সরকারের পদত্যাগ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৩৯টি দল ছাড়াও রয়েছে বাম জোট ও ইসলামী রাজনৈতিক দল।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি ছাড়া অন্য যেসব দল নির্বাচন বর্জন করেছে- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, জাতীয় পার্টি (কাজী জাফর), বাংলাদেশ এলডিপি (শাহাদাত হোসেন সেলিম), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা রাশেদ প্রধান), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্ট (ফারুক রহমান), ইসলামিক ঐক্যজোট, ন্যাপ ভাসানী, ইসলামিক পার্টি, বাংলাদেশ জাতীয় দল, জাতীয়তাবাদী সমমনা জোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা খন্দকার লুৎফর রহমান), বিকল্প ধারা বাংলাদেশ, গণদল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ সাম্যবাদী, ডেমোক্রেটিক লীগ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, পিপলস পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), সমাজতান্ত্রিক মজদুর পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), গণফোরাম, পিপলস পার্টি, লিভারেল ডেমোক্রেটিক, গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ লেবার পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও গণ অধিকার পরিষদ ( ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান)।

এ ছাড়া নির্বাচনে বর্জন করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টি, জাতীয় পার্টি (আন্দালিব রহমান পার্থ), জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী), বাংলাদেশের কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, নয়া গণতান্ত্রিক গণ মোর্চা, গণমুক্তি ফোরাম, জাতীয় গণতান্ত্রিক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব), জাতীয় মুক্তি কাউন্সিল ও জাতীয় গণফ্রন্ট, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ জাসদ এবং ন্যাশানাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ)।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

জয়ের পথে বাংলাদেশ

0
আবারও তাইজুলের বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের খুব কাছাকাছি আছে বাংলাদেশ এর টাইগাররা। ৩৩২ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে নিউজিল্যান্ড।
শেষ খবর পাওয়া অব্দি কিউইদের সংগ্রহ ৭ উইকেট ১১৩ রান। টেস্টে নিজের বোলিং পারফরম্যান্স ধরে রেখেছেন তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার এর পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও এখন অব্দি ৪ উইকেট দখলে রেখেছেন এই বা-হাতি স্পিনার। এছাড়াও এ অব্দি শরিফুল ইসলাম, নাইম হাসান ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট। তাদের বোলিং নৈপুণ্যে জয়ের খুব কাছাকাছি রয়েছে টাইগাররা।

সাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

0

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে আবহাওয়ার ১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার ভোর ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৬৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

হাজার যাত্রী নিয়ে ঢাকার পথে ‘কক্সবাজার এক্সপ্রেস’

0
হাজার যাত্রী নিয়ে ছুটল ‘কক্সবাজার এক্সপ্রেস’

বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘কক্সবাজার এক্সপ্রেস’ যাত্রা শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের  স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

তিনি বলেন, প্রথম ট্রেন দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে যাত্রী ছিল ১ হাজার ৩০ জন।

ট্রেনটির আজ রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়।

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচলে যাত্রীবাহী ট্রেনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধনের সময় ডিসেম্বর থেকে দুটি ট্রেন চালুর নির্দেশ দেন।

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া (ঘুমিয়ে যাওয়ার আসন) ২ হাজার ৩৮০ টাকা। অপর দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা।

গায়ক অমিকে বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল

0
বিয়ে করেছেন ঢালিউড চিত্রনায়িকা আঁচল আঁখি
সম্প্রতি বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল ও গায়ক অমি

অমির ভালো নাম সৈয়দ শরিফুল রহমান। জানা গেছে, প্রায় তিন বছর আগে বিয়ে করেছেন তারা। পারিবারিক আয়োজনে বিয়ে হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) দুপুরে এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিয়ের কথা স্বীকার করেন চিত্রনায়িকা আঁচল।

বিষয়টি নিয়ে আঁচল বলেন, ‘২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লাতে আমরা বিয়ে করি। কারণ অমির বাড়ি হলো কুমিল্লায়। এর পরপরই আমার শাশুড়ি করোনাতে আক্রান্ত হন। টানা ১ মাস ছিলেন হাসপাতালে। কিন্তু তাকে আর ফেরাতে পারিনি। শাশুড়ি মারা যাওয়াতে স্বাভাবিকভাবেই আমরা ভেঙে পড়ি। তাই বিয়ের খবরের ঘোষণা দেওয়া হয়নি। তবে দুই পরিবারের সদস্যদের নিয়েই ছোট পরিসরে আমাদের বিয়ের আয়োজন হয়েছিল।’

তিনি জানালেন, সে বছরই তারা হানিমুনে গিয়েছিলে। ঘুরেছেন মালোয়েশিয়া ও সিঙ্গাপুর।

বিবাহপরবর্তী জীবন প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘খুব ভালো সময় কাটছে আমাদের। বলা যায়, এখনই আমরা প্রেম করছি।’

‘জান রে’ শিরোনামের একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে সেই গানের গায়ক সৈয়দ অমির সঙ্গে পরিচয়। গানটি মুক্তির পর দুজনের সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। প্রকাশ্যে তাদের প্রেম নিয়ে কথাও বলেছিলেন আঁচল। তবে বিয়ে বিষয়টি সবসময় এড়িয়ে গেছেন।

উল্লেখ্য, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউড নায়িকা আঁচলের আত্মপ্রকাশ। ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এ পর্যন্ত দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি।