সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
21 C
Dhaka

মোস্তাফিজকে ‘নতুন নাম’ দিলো চেন্নাই

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছেন। প্রথমবারের মতো চেন্নাইয়ে ডাক পেয়েছেন দ্য ফিজ।

এদিকে মোস্তাফিজকে দলে নিয়ে উচ্ছ্বসিত চেন্নাই। এতটাই উচ্ছ্বসিত যে মোস্তাফিজের নতুন নামও দিয়েছে দলটি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিজের ছবি দিয়ে ‘মুজ’ নামে সম্বোধন করেছে চেন্নাই। মোস্তাফিজের নামের প্রথম অংশ ও শেষ অংশ নিয়ে ‘মুজ’ সম্বোধন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ফিজের ছবির ক্যাপশনে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগত, রহমান।’

ফিজকে নিয়ে আরও একটি পোস্ট দিয়েছে চেন্নাই। তার বোলিং রান-আপের দৌড়ের ছবি দিয়ে চেন্নাই লিখেছে, ‘স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট!’ এর সঙ্গে বাংলায় লিখেছে, ‘চেন্নাইয়ে স্বাগতম মোস্তাফিজুর’।

আইপিএলের গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ফিজ। ২০২২ সালের আসরে ৮ ম্যাচে ৮ উইকেট এবং ২০২৩ সালের আসরে মাত্র দুই ম্যাচ খেলে একটি উইকেট পান তিনি। ২০২৪ সালের নিলামের জন্য ফিজকে ছেড়ে দিয়েছিল দিল্লি।

দিল্লি ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ফিজ। সব মিলিয়ে আইপিএলের ৬ আসরে ৪৮ ম্যাচ খেলে ৪৭ উইকেট নিয়েছেন এই পেসার।

সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: ইসি আনিছুর রহমান

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেনী-৩ আসনের প্রার্থীদের সঙ্গে বিশেষ আইনশৃংখলা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনিছুর রহমান এ মন্তব্য করেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবে তারা আসলেই আমরা ভিসা দিয়ে দেব। দেশি অনেক পর্যবেক্ষক ও নির্বাচন পর্যবেক্ষণ করবে।

সকাল সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ নৌকা নূহ নবীর নৌকা: শেখ হাসিনা

0

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, এ নৌকা নূহ নবীর নৌকা। এ নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।

বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার নৌকা যখন ক্ষমতায় এসেছে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে।

বিএনপি বাণিজ্য করেই নির্বাচন ধ্বংস করেছে মন্তব্য করে তিনি বলেন, একজন লণ্ডনে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আরেকজন গুলশানে বসে মনোনয়ন বিক্রি করেছে। এ ছাড়া পল্টন থেকেও আরেকবার বিক্রি করেছে। এভাবে তারা নির্বাচনকে বাণিজ্যে পরিণত করে নির্বাচনকে ধ্বংস করেছে।

এর আগে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সরকার প্রধান বলেন, যারা নির্বাচন করবে না, করবে না। কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, জনগণের সম্পত্তি নষ্ট করা, এগুলো সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর এগুলো করে যাচ্ছে বিএনপি-জামায়াত।

প্রধানমন্ত্রী বলেন, ভোট জনগণের সাংবিধানিক অধিকার। যারা জনগণকে ভোট দিতে বাধা দেবে, মানুষ তাদের উৎখাত করবে। মানুষ ভোটের পক্ষে, তারা হরতাল চায় না। বিএনপির হরতালে মানুষ সাড়াও দিচ্ছে না।

আসন্ন নির্বাচনে আবারও জয়ের আশা জানিয়ে শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারির ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে জনগণের সব চাওয়া পূরণ হবে, কেউ গৃহহীন থাকবে না, কারো দুঃখ থাকবে না।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে করা রিট খারিজ

0

খারিজ করে দেয়া হয়েছে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে দায়ের করা রিট।

বুধবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি করে বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাডভোকেট সাইদুর রহমান আদালতে রিটের পক্ষে শুনানি করেন।

এ রিটের বিষয়ে আইনজীবীরা বলেন, নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।

এর আগে, গত ১০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

বাংলাদেশিসহ ৩০ হাজার প্রবাসীর জন্য ‘সুখবর’ দিল গ্রিস

0

দেশের শ্রম ঘাটতি কমাতে ও অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন করে আরও ৩০ হাজার অবৈধ প্রবাসীকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে গ্রিস।

গত শুক্রবার দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

শ্রম ঘাটতির কারণে কয়েক বছর ধরে গ্রিসের বেশকিছু খাতে কর্মী সংকটে ভুগছে সরকার। বিশেষ করে বিপুল সংখ্যক আলবেনীয় নাগরিক পশ্চিম ইউরোপের নানা দেশে চলে যাওয়ায় অচল অবস্থায় পড়েছে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান। পাশাপাশি অঘোষিত বা চুক্তি ছাড়া চাকরির সুযোগ বন্ধ করতে এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তৃতীয় দেশের নাগরিকদের জন্য নতুন ধরনের রেসিডেন্স পারমিটের ঘোষণা দিয়েছে এথেন্স।

গত শুক্রবার দেশটির দুটি মন্ত্রণালয় যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ লক্ষ্যে একটি খসড়া সংশোধনীও প্রকাশ করা হয়েছে। গত রবিবার ইনফোমাইগ্রেন্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। নতুন সিদ্ধান্তে দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসী যারা দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন এবং চুক্তি ছাড়া চাকরিতে যুক্ত আছেন, তারা নিবন্ধিত হয়ে বৈধ কর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন।

বৈধতা আবেদনের শর্ত

গ্রিস সরকারের বৈধকরণের নতুন সিদ্ধান্তে কারা কারা বৈধতা পাবেন, সেটি নির্দিষ্ট করা হয়েছে। নিম্নলিখিত শর্তগুলো পূরণ করে একজন ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধতার জন্য আবেদন করতে পারবেন।

১. চলতি বছরের ৩০ নভেম্বর বা এর আগে দেশটিতে কমপক্ষে তিন বছর ধরে বসবাস করছেন।

২. নিয়োগকর্তার চাকরি প্রস্তাবের চুক্তি জমা দিতে হবে। যেখানে কর্মী বৈধতার পর কাজ চালিয়ে যেতে পারবেন।

৩. কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত না হওয়া।

৪. একটি পাসপোর্টের কপি। কারও পাসপোর্টের মেয়াদ না থাকলে আগের কপি জমা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন।

তিন বছর মেয়াদি রেসিডেন্স পারমিট

এ নিয়মের আওতায় একজন ব্যক্তিকে তিন বছর মেয়াদি রেসিডেন্স পারমিট প্রদান করা হবে। আবেদনকারীর স্ত্রী/স্বামী ও সন্তানরা ৩০ নভেম্বরের আগে গ্রিসে আসলে তাদেরও বৈধতা প্রদান করা হবে। তবে বৈধকরণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই চাকরি চালিয়ে যেতে হবে। অন্যথায় কার্ড বাতিল হবে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন এ নিয়মের আওতায় নিয়মিত হতে আবেদন করতে পারবেন শর্তপূরণকারী অবৈধ প্রবাসীরা।

নতুন ঘোষণায় বৈধ হওয়া প্রবাসীরা বৈধকরণের পর নতুন করে নিজ দেশ থেকে তাদের পরিবারের সদস্যদের আনার সুযোগ পাবেন না। এমনকি স্থায়ী বসবাসের অনুমতি ও নাগরিকত্ব আবেদনও করতে পারবেন না। এ ছাড়া কোনো প্রকার সামাজিক ভাতাও পাবেন না এ কোটায় বৈধ হওয়া অভিবাসীরা।

এর আগে কয়েক দফায় ১৯৯৭/১৯৯৮ সালে, ২০০১, ২০০৫ ও ২০০৭ সালে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল গ্রিক সরকার। এছাড়া ২০১৪ সাল থেকে কমপক্ষে সাত বছর ধরে গ্রিসে অবস্থানরত প্রবাসীরা নানা শর্ত পূরণ করে নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এ আইনে বছরে ছয় থেকে আট হাজার অবৈধ প্রবাসী বৈধ হচ্ছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

চলছে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট চুক্তি

গ্রিস ও বাংলাদেশের মধ্যে আরেকটি চুক্তির আওতায় দেশটিতে ইতোমধ্যে বৈধতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। চলতি বছরের ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সমঝোতা চুক্তির আওতায় বৈধ হতে নিবন্ধিত হতে পারবেন বাংলাদেশিরা। এথেন্সে বাংলাদেশ দূতাবাস গত ৬ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দুই দেশের মধ্যে হওয়া এই চুক্তির আওতায় সর্বশেষ ২ অক্টোবর পর্যন্ত এথেন্সের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রাথমিক নিবন্ধিত হয়েছেন ১০ হাজারেরও বেশি অভিবাসী। এদের মধ্যে অন্তত ছয় হাজার বাংলাদেশি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষে গ্রিস সরকারের থেকে বৈধতার সত্যায়ন পেয়ে রেসিডেন্স পারমিট বা স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন।

২ কোটি রুপিতে ধোনির চেন্নাইয়ে মুস্তাফিজ

0

আসন্ন ২০২৪ আসরকে সামনে রেখে কয়েক ঘণ্টা ধরে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের (আইপিএল) নিলাম চলছে। আর সেই নিলামে বাংলাদেশের মধ্যে একমাত্র ছিলেন মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিলের ১৭তম আসরে টাইগার কাটার মাস্টারকে দলে টেনেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

আইপিএলের সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে এবারের আসরের নিলামের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি। মুস্তাফিজের সঙ্গে নিলামে উঠার কথা ছিল আরো দুই বাংলাদেশি তারকার। তবে শেষ দিকে বিসিবি পুরো আসরের অনুমতি না দেওয়ায় নিলামে নাম উঠে নি তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের।

এদিকে গত আইপিএলেও তেমন আলো ছড়াতে পারেননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাই শল্কা জেগে ছিল এবারের আইপিএলে ফিজের জায়গা পাওয়া নিয়ে, এর সঙ্গে পুরো মৌসুমে বিসিবি তাকে ছাড়পত্র না দেয়ায় কেনার সম্ভাবনা ছিল আরও কম।

তবে সব শল্কা উড়িয়ে ধোনির চেন্নাই আস্তা রেখেছেন টাইগার কাটার মাস্টারের ওপরে। আইপিএলের অন্যতম সফল দল মহেন্দ্র ধোনির চেন্নাই সুপার কিংসে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মুস্তাফিজকে তাঁর ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

অবশ্য এবারের আসরে দল পাওয়ার সম্ভাবনায় ছিলেন তাসকিন আহমেদেরও। তবে তিনি ও শরিফুল ইসলাম একদিন আগেই নাম প্রত্যাহার করে নেন। এছাড়া সাকিব আল হাসান ও লিটন দাসও এবার নাম দেননি।

এবারের আসর তো বটেই, আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ মূল্যে দল পেয়েছেন মিচেল স্টার্ক। অলরাউন্ডারদের সেটে কিছুক্ষণ আগেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল হায়দরাবাদ।

তবে ঘণ্টাখানেকের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দেন মিচেল স্টার্ক। তার জন্য লড়াই করেছিল কলকাতা ও গুজরাট। শেষ পর্যন্ত ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা। যার মাধ্যমে টুর্নামেন্টের সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

হাঁপানির সমস্যায় কালোজিরা সমাধান

0

কষ্টকর এক স্বাস্থ্য সমস্যা হাঁপানি। যার মাত্রা বেড়ে যায় শীতকাল এলে। রান্নাঘরে থাকা এসময় হাঁপানির সমস্যা কমাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে কালোজিরা।

নানা ঔষধি গুণ রয়েছে কালোজিরার। সর্দি হলে হাতের তালুতে কালোজিরা ঘষে গন্ধ শুকলেই বন্ধ নাক খুলে যায়। চলুন এর আরও কিছু উপকারিতা জেনে নিই-

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

কালোজিরা ভেজানো পানি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা ভরসা রাখতে পারেন কালোজিরায়। এক কাপ পানিতে আধা চা চামচ কালোজিরা ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে জল ছেঁকে খেয়ে নিন। সপ্তাহে তিন-চার দিন এই পানীয় খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

ওজন কমায় 

ওজন কমাতে হিমশিম খাচ্ছেন? কালোজিরের গুণেই ঝরবে মেদ। ওজন কমাতে অনেকেই চিয়া সিডস দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে পান করেন। এক্ষেত্রে চিয়া সিডসের পরিবর্তে কালোজিরাও ব্যবহার করতে পারেন। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে দেহ চাঙ্গা রাখতে সাহায্য করে কালোজিরা।

পেটের সমস্যা রোধ করে 

শীতকালে পার্টি, বিয়েবাড়ি, পিকনিক লেগেই থাকে। এসময় বাইরে খাওয়া হয় বেশি। ফলে বদহজম, গ্যাস, পেটের সমস্যা লেগেই থাকে। নিয়মিত কালোজিরা খেলে পেটের সমস্যা থেকে রেহাই মেলে।

ফুসফুসের সংক্রমণ কমায়

শীতে ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। এসময় হাঁপানির সমস্যা ঠেকাতে এবং ফুসফুস চাঙ্গা রাখতে খেতে পারেন কালোজিরা। কালোজিরা ভেজানো পানি খেতে পারেন। এর গন্ধ শুকলেও লাভ হবে।

কালোজিরার পাশাপাশি এর তেলও বেশ উপকারি। স্মৃতিশক্তি উন্নত করতে, হৃদ্‌রোগজনিত সমস্যা কমাতে, আথ্রাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে এর তেল। কালোজিরায় আছে অ্যান্টি-অক্সিডেন্ট যা পেশির নমনীয়তা বজায় রাখে। ত্বক ভালো রাখে।

২০২৪ সালে রেমিট্যান্স আসবে ২৩ বিলিয়ন ডলার

0

বাংলাদেশে ২০২৪ সালে রেমিট্যান্স প্রবাহ ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সোমবার (১৮ ডিসেম্বর) সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।

প্রতিবেদন অনুসারে, বর্তমানে বাংলাদেশে রেমিট্যান্স ৭ শতাংশ করে বাড়ছে। চলতি বছর বাংলাদেশের রেমিট্যান্স আয় ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ২০২৪ সালেও এই আয় ২৩ বিলিয়ন ডলারে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, আমদানি বিল পরিশোধে ডলার সংকটের পাশাপাশি রেমিট্যান্স প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। ডলার সংকটের কারণে টাকার বিনিময় হার বেড়ে যাচ্ছে। আগামী বছরও বাংলাদেশ একই পরিমাণ রেমিট্যান্স পাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রার অবমূল্যায়ন এবং বিনিময় হার ব্যবস্থাপনা নীতির কারণে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রবাসীরা কালোবাজারের সুবিধা নিতে এবং অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেন করতে উৎসাহিত করেছে।

বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি পূর্বাভাস দিয়েছে যে, আগামী বছর উপসাগরীয় দেশগুলোতে দক্ষিণ এশিয়ার কর্মীদের জন্য কর্মসংস্থান তৈরি হতে পারে। এই দেশগুলো আবার বাংলাদেশের রেমিট্যান্সের প্রধান উৎস। গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর প্রবৃদ্ধি ইতিবাচক থাকতে পারে।

পাশাপাশি তেলের দাম কম হওয়ায় ২০২৪ সালে ওই দেশগুলোতে দক্ষিণ এশীয় অভিবাসীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুসারে, ২০২৩ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে রেকর্ড ১২.৪৬ লাখ কর্মী বিদেশে গেছে। গত বছরে এ সংখ্যা ছিল ১১.৩৫ লাখ। কর্মী রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হলেও বিগত দুই পঞ্জিকাবর্ষে রেমিট্যান্সের প্রবাহ ২২ বিলিয়ন ডলারের আশপাশেই আটকে ছিল।

শাহরুখ খানের স্ত্রীকে আইনি নোটিশ

0

শাহরুখ খানের ‘ডানকি’ মুক্তি পাবে আর মাত্র একদিন পর। শেষ ধাপের প্রচারণায় ব্যস্ত আছেন তিনি। এরইমধ্যে দুঃসংবাদ এলো কিং খানের। আইনি জটিলতায় ফেঁসে গেছেন তার স্ত্রী গৌরি খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠেছে এ তথ্য।

গৌরি খানকে আইনি নোটিশ পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরোক্টোরেটের (ইডি)। একটি বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকার জন্য এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শোনা যাচ্ছে, লক্ষ্ণৌয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছি লেন গৌরী খান। এই কোম্পানির বিরুদ্ধে তিরিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সেই সূত্রেই কিং খানের স্ত্রী গৌরীকে ইডির পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে।

যে তিরিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তা নাকি বিনিয়োগকারীদের ও ব্যাংকের। শোনা গেছে, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। মামলার সমস্ত দিক খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। সেই জন্যই গৌরীকে নোটিশ পাঠানো হয়েছে। আধিকারিকরা জানতে চান, গৌরীর সঙ্গে এই কোম্পানির কী ধরনের চুক্তি হয়েছিল? এবং কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছিল? গৌরীর চুক্তির কাগজপত্রও নাকি খতিয়ে দেখা হবে।

তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া এখনও জানাননি গৌরি ও শাহরুখ। ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার ‘ডানকি’। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি।

এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

0

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানান আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি জানান, এক মাসের মধ্যে এ ফল প্রকাশের নিয়ম রয়েছে। নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ২৬ ডিসেম্বর।

এর আগে, গত ২৭ নভেম্বর ফল নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়। মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা ফি নেওয়া হয়েছে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের আবেদনে ৩০০ টাকা গুনতে হয়েছে শিক্ষার্থীদের।

জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিরীক্ষণের আবেদন বেড়েছে প্রায় তিন গুণ। শুধু ঢাকা শিক্ষা বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী দুই লাখ ৭১ হাজারের বেশি খাতা নিরীক্ষণের আবেদন করেছেন বলে জানা গেছে। বোর্ডটির পরীক্ষার্থী ছিল তিন লাখ ১৫ হাজার বেশি। গত বছর ৩১ হাজার পরীক্ষার্থী এক লাখ চার হাজারের বেশি খাতা নিরীক্ষণের আবেদন করে।

উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।