শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
29 C
Dhaka
Homeখেলা২ কোটি রুপিতে ধোনির চেন্নাইয়ে মুস্তাফিজ

২ কোটি রুপিতে ধোনির চেন্নাইয়ে মুস্তাফিজ

প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০২৩ ৯:০৬

আসন্ন ২০২৪ আসরকে সামনে রেখে কয়েক ঘণ্টা ধরে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের (আইপিএল) নিলাম চলছে। আর সেই নিলামে বাংলাদেশের মধ্যে একমাত্র ছিলেন মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিলের ১৭তম আসরে টাইগার কাটার মাস্টারকে দলে টেনেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

আইপিএলের সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে এবারের আসরের নিলামের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি। মুস্তাফিজের সঙ্গে নিলামে উঠার কথা ছিল আরো দুই বাংলাদেশি তারকার। তবে শেষ দিকে বিসিবি পুরো আসরের অনুমতি না দেওয়ায় নিলামে নাম উঠে নি তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের।

এদিকে গত আইপিএলেও তেমন আলো ছড়াতে পারেননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাই শল্কা জেগে ছিল এবারের আইপিএলে ফিজের জায়গা পাওয়া নিয়ে, এর সঙ্গে পুরো মৌসুমে বিসিবি তাকে ছাড়পত্র না দেয়ায় কেনার সম্ভাবনা ছিল আরও কম।

তবে সব শল্কা উড়িয়ে ধোনির চেন্নাই আস্তা রেখেছেন টাইগার কাটার মাস্টারের ওপরে। আইপিএলের অন্যতম সফল দল মহেন্দ্র ধোনির চেন্নাই সুপার কিংসে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মুস্তাফিজকে তাঁর ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

অবশ্য এবারের আসরে দল পাওয়ার সম্ভাবনায় ছিলেন তাসকিন আহমেদেরও। তবে তিনি ও শরিফুল ইসলাম একদিন আগেই নাম প্রত্যাহার করে নেন। এছাড়া সাকিব আল হাসান ও লিটন দাসও এবার নাম দেননি।

এবারের আসর তো বটেই, আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ মূল্যে দল পেয়েছেন মিচেল স্টার্ক। অলরাউন্ডারদের সেটে কিছুক্ষণ আগেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল হায়দরাবাদ।

তবে ঘণ্টাখানেকের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দেন মিচেল স্টার্ক। তার জন্য লড়াই করেছিল কলকাতা ও গুজরাট। শেষ পর্যন্ত ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা। যার মাধ্যমে টুর্নামেন্টের সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর