রাতে ঘুমানোর আগে ১-২টি এলাচ খেলে শরীরের নানা উপকার পাওয়া যায়।
চলুন জেনে নিই রাতের খাবারের পর এলাচ খাওয়ার উপকারিতা:
রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে
এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল রক্তচাপ স্বাভাবিক রাখে। দুধের সঙ্গে এলাচ খেলে ঘুম ভালো হয়, ইমিউনিটি বাড়ে ও মানসিক চাপ কমে।
হজমে সহায়তা করে
গ্যাস্ট্রিক, বুকজ্বালা, পেট ফাঁপা বা অস্বস্তি দূর করতে এলাচ কার্যকর। ভারী বা ঝাল-মসলাদার খাবারের পর ২-৩টি এলাচ খেলে হজম সহজ হয়।
অনিদ্রা দূর করে
এলাচের সুগন্ধ স্নায়ু শান্ত রাখে, মানসিক চাপ কমায় এবং সহজে ঘুম আনতে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণে রাখে
এলাচের উপাদান শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সহায়ক। কুসুম গরম পানির সঙ্গে এলাচ খেলে ওজন কমাতে উপকার মেলে।
শরীর থেকে টক্সিন বের করে দেয়
প্রাকৃতিক ডিটক্স হিসেবে এলাচ কিডনি ও লিভার পরিষ্কার রাখে এবং শরীরের ক্ষতিকর পদার্থ দূর করে।
ত্বক ও চুলের জন্য উপকারী
এলাচ নিয়মিত খেলে ব্রণ ও ত্বকের সমস্যাগুলো কমে যায়। একইসঙ্গে ত্বক উজ্জ্বল হয় এবং চুলও স্বাস্থ্যকর থাকে।
এলাচের প্রাকৃতিক তেল মুখের ব্যাকটেরিয়া নষ্ট করে ও নিঃশ্বাস সতেজ রাখে। দাঁত-মাড়ির সংক্রমণও কমাতে সহায়ক।
যেভাবে খাবেন: রাতের খাবারের পর ১-২টি এলাচ চিবিয়ে কুসুম গরম পানি দিয়ে খেয়ে নিতে পারেন। চাইলে এলাচ দিয়ে চা তৈরি করেও পান করা যায়।


