বুধবার, মার্চ ১২, ২০২৫
বুধবার, মার্চ ১২, ২০২৫
24 C
Dhaka
Homeরাজনীতিপল্লবীতে যুবদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

পল্লবীতে যুবদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

প্রকাশ: মার্চ ৬, ২০২৫ ১২:৩৩

পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫নং ওয়ার্ড যুবদল।

বুধবার (৫ মার্চ) পল্লবী থানা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নির্দেশনায় এই ইফতার কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিল ও সদস্য সচিব মো. রিয়াজ।

ইফতার বিতরণ কর্মসূচি প্রতিদিন বিকেল ৫টা থেকে সাংবাদিক আবাসিক এলাকা স্কুল মাঠের সামনে অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিদিন ৭০-৮০ জন এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ইফতারের ব্যবস্থা থাকবে।

এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) পল্লবী থানার ২নং ওয়ার্ড কমিটি সেন্টারে এক যৌথ সভায় আমিনুল হক বলেন, “রূপনগর ও পল্লবীর সকল ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব।”

যুবদলের এই ইফতার কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে চলবে বলে জানা গেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর