শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
27 C
Dhaka
Homeরাজনীতিনির্বাচনের সময় ৮০ হাজার সেনাসদস্য মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের সময় ৮০ হাজার সেনাসদস্য মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: আগস্ট ১১, ২০২৫ ২:৩৬

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে। নির্বাচনকে কেন্দ্র করে ৮০ হাজার সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে।

সোমবার (১১ আগস্ট) কেরানীগঞ্জে ঢাকা-৩ সংসদীয় আসনের ভোটকেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৮০ হাজার সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে৷ এ ছাড়া নৌবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

চাঁদাবাজ যে রাজনৈতিক দলের সদস্য হোক না কেন ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, যত বড় নেতাই হোক তাকে ধরা হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর