বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
22 C
Dhaka
Homeসামাজিক মাধ্যম‘হাসনাত আবদুল্লাহকে নিয়ে অপপ্রচার’

‘হাসনাত আবদুল্লাহকে নিয়ে অপপ্রচার’

প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২৫ ৯:২৭

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মধ্যে ভারতের দালাল প্রবেশ করেছে’। তবে এমন কোনো কথা হাসনাত আব্দুল্লাহ বলেননি বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে তারা এ তথ্য জানায়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘অন্তর্বর্তী সরকারের মধ্যে ভারতের দালাল প্রবেশ করেছে’ শীর্ষক কোনো মন্তব্য হাসনাত আবদুল্লাহ করেননি বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া হাসনাত আবদুল্লাহর ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত হাসনাত আবদুল্লাহর জাতীয় ইস্যুতে করা মন্তব্যগুলো গণমাধ্যমে প্রকাশ হয়।

আলোচিত ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহর যে ছবি ব্যবহার করা হয়েছে, তার বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ৯ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ‘নিহতদের জাতীয় বীরের মর্যাদা দেয়া হবে : সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ওই ভিডিওতে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও স্বীকৃতি সংক্রান্ত আলোচনা করা হলেও ভারতের বিষয়ে কোনো মন্তব্য হাসনাত আবদুল্লাহ করেননি।

রিউমর স্ক্যানার বলছে, সুতরাং ‘অন্তর্বর্তী সরকারের মধ্যে ভারতের দালাল প্রবেশ করেছে’ শীর্ষক মন্তব্য হাসনাত আবদুল্লাহ করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর