শুক্রবার (৮ আগস্ট) লাও ন্যাশনাল স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। তিমুরের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের শুরু একাদশ নিয়েই তিমুরের বিপক্ষে লড়াই করতে চান কোচ বাটলার। তাই একাদশে কোনো পরিবর্তন করেননি তিনি।
বাংলাদেশের একাদশ: স্বর্ণা রানী (গোলরক্ষক), নাবিরান খাতুন, জয়নব রিতা, আফঈদা খন্দকার (অধিনায়ক), স্বপ্না রানী, সাগরিকা, তৃষ্ণা রানী, মুনকি আক্তার, সিনহা জাহান শিখা, পূজা দাস ও শান্তি মার্ডি।


