গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ের সুবাদে দশম থেকে নবম স্থানে উঠে আসে বাংলাদেশ। কিন্তু এবার না খেলেই এক ধাপ নিচে নামতে হলো মেহেদী হাসান মিরাজের দলকে।
পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে ৫ উইকেটে পাকিস্তানকে হারায় শাই হোপের দল। ২০১৯ সালের পর পাকিস্তানের বিপক্ষে এটি ক্যারিবীয়দের প্রথম জয়। এই জয়ের কারণে নবম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিল ৭৭। ভগ্নাংশের ব্যবধানে বাংলাদেশ এগিয়ে ছিল। তবে সর্বশেষ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮। এমনকি সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে হেরেও তারা নবম স্থান ধরে রাখতে পারবে।
এদিকে হেরে পাকিস্তানও এক ধাপ পিছিয়ে নেমে গেছে পাঁচ নম্বরে আর শ্রীলঙ্কা উঠে গেছে চার নম্বরে। বর্তমানে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১০৩ আর পাকিস্তানের ১০২। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে যথারীতি রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য এই র্যাঙ্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংয়ের সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবা। আর বাকি ছয় দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। এবারের বিশ্বকাপটি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যৌথভাবে আয়োজন করবে।