রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
28 C
Dhaka
Homeখেলাঘরের মাঠে আবাহনীর বিদায়, মুরাসের হাসি

ঘরের মাঠে আবাহনীর বিদায়, মুরাসের হাসি

প্রকাশ: আগস্ট ১২, ২০২৫ ৮:৩৯

এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বে ঘরের মাঠে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা আবাহনী। শক্তির দিক দিয়ে পিছয়ে থাকলে মুরাসের বিপক্ষে লড়াই করেছে আকাশী নীলরা। তবে শেষ হাসিটা হেসেছে সফরকারীরা। দ্বিতীয়ার্ধে ২ গোল করে ম্যাচ নিজেদের করেছে মুরাস ইউনাইটেড।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রথমার্ধে লড়াই করলেও কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে জয় উপহার দিয়েছেন মুরাস ইউনাইটেডের ৭০ নম্বর জার্সিধারী জুমাসেভ।

এদিন ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে ধার ছিল কিরগিজস্তানের দলটির। তবে রক্ষণের খেলোয়াড়রা ও গোলকিপার মিতুল মারমা গোল হতে দেননি। ৬ মিনিটে মুরাস প্রথম সুযোগ পায়।

ফুটবল বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হতে আবেদন করবেন যেভাবে
সতীর্থের ক্রসে একজন ডামি করলে অন্য প্রান্তে ওলে মারচুকের প্লেসিং পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর কোদজে চাবেলের জোরালো শট মিতুল ফিস্ট করে দেন।

১২ মিনিটে ইগুলভের কোনাকোনি শট আবাহনী কিপার শরীর দিয়ে ফেরান। আবাহনী কিছুটা গুছিয়ে নিয়ে প্রতি আক্রমণে উঠে গোল করার চেষ্টা করে। তবে সফল হতে পারেনি।

১৮ মিনিটে ইব্রাহিমের পাসে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে দিয়াবাতে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েও আবার উঠে শট নিলে তা ক্রসবারের ওপর দিয়ে গিয়ে সমর্থকদের হতাশ করে।

চার মিনিট পর কিরগিজদের কোদজে জাবেলের জোরালো শট মিতুল শেষ মুহূর্তে ডান হাত বাড়িয়ে রুখে দেন। পরের মিনিটে আল আমিন একাই বক্সে ঢুকে শট পর গায়ের সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডার দ্রুত পা চালিয়ে ক্লিয়ার করেন।

৩২ মিনিটে দিয়াবাতের পাসে ইব্রাহিমের শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৪২ মিনিটে মোরসালিনের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়। বিরতির পর আবাহনী খেলোয়াড় পরিবর্তন করে কিছুই করতে পারেনি। বরং মুরাসের গোল পেতে সময় লাগেনি। এতে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় মুরাস। ৪৭ মিনিটে আন্দ্র্রে বাতসুলার ক্রসে জুমাসেভ কিছুটা ফাঁকায় লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। গোলকিপার মিতুল কিছুই করতে পারেননি। ৫২ মিনিটে অল্পের জন্য রক্ষা পায় আবাহনী। আল ইগুলভের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

৭২ মিনিটে আবাহনী চেষ্টা করেছে। তবে দিয়াবাতের পাস থেকে মোরসালিনের শট পোস্টের বাইরে দিয়ে যায়। যোগ করা সময়ে রক্ষণের ভুলে জুমাসেভ বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশিং করেন। এতেই আবাহনীর হার নিশ্চিত হওয়ার পাশাপাশি মুরাস মূল পর্বের টিকিট পেয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর