শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
28 C
Dhaka
Homeখেলাএশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বর্জন না করার কারণ ব্যাখ্যা করল বিসিসিআই

এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বর্জন না করার কারণ ব্যাখ্যা করল বিসিসিআই

প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:৪৭

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয়, এমনটা মন্তব্য করেছেন ভারতের বেশকিছু সাবেক ক্রিকেটার। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যখন ভারত ঘোষণা দিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে আর কোনো ম্যাচ খেলবে না তারা তবুও কেন এশিয়া কাপের ম্যাচ বয়কট করল না তারা? এমন প্রশ্ন উঠতেই পারে। এবার সেই প্রশ্নেরই ব্যাখ্যা দিল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

আরব আমিরাতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এশিয়া কাপ। যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। গ্রুপপর্বে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এরপর সুপার ফোরে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুব বেশি। ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই দল।

ভারতের সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, ভারতীয় ক্রিকেটের সমর্থকদের একটি অংশও মনে করে পাকিস্তানের সঙ্গে তাদের ম্যাচটি খেলা উচিত নয়। তবু কেন ভারত এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হবে—সেই ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া।

এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এটা নিয়ে কথা বলেন তিনি। দেবজিৎ সাইকিয়া বলেন, ‘ক্রিকেট কিংবা অন্য যেকোনো খেলায় ভারতীয় দলের অংশগ্রহণের ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকারের ক্রীড়া বিভাগ সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন ও নীতিমালা তৈরি করেছে। আমি নিশ্চিত, এই নীতিমালা প্রণয়নের সময় কেন্দ্রীয় সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে, যাতে জাতীয় স্তরের ক্রীড়া ফেডারেশনগুলো উপকৃত হয়। এই নীতিমালার ওপর ভিত্তি করে আমরা যেকোনো বহুজাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর