শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
28 C
Dhaka
Homeখেলাফুটবল বিশ্বকাপের টিকিটের দাম কমানোর অনুরোধ

ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম কমানোর অনুরোধ

প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২৫ ৭:০২

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। সম্প্রতি ফিফা টিকিটের দাম প্রকাশ করেছে, যা আগের কোনো আসরের তুলনায় অনেক বেশি। সাধারণ দর্শকদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

নিউইয়র্কে বসবাসকারীদের জন্য টিকিটের দাম কমানোর অনুরোধ জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। তিনি চাইছেন, শহরের শ্রমিক ও সাধারণ মানুষও বিশ্বকাপের খেলা দেখতে পারবে। মামদানি ফিফাকে সরাসরি অনুরোধ করেছেন, আসন্ন বিশ্বকাপে ‘চাহিদা ভিত্তিক মূল্য বৃদ্ধি’ থেকে সরে আসার জন্য।

তার পিটিশন ‘গেম ওভার গ্রিড’ ওয়েবসাইটে লেখা রয়েছে, বিশ্বের সবচেয়ে বড় খেলাধুলার আসর আমাদের উঠোনে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু নিউইয়র্কের অধিকাংশ মানুষ তা দেখতে পারবে না। মামদানি দাবি করেছেন, টিকিটের ১৫ শতাংশ বিশেষভাবে নিউইয়র্কবাসীর জন্য কম মূল্যে রাখা হোক।

সামাজিকমাধ্যমে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন মামদানি। সেখানে তাকে ছোট মাঠে ফুটবল অনুশীলন করতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, ফুটবলের একজন আজীবন সমর্থক হিসেবে বিশ্বকাপ নিয়ে এর চেয়ে বেশি উত্তেজনা আর হয় না। কিন্তু নিউইয়র্কে বসবাস করা শ্রমিক-শ্রেণির কেউ কি কোনো ম্যাচ দেখতে পারবে?

২০২৬ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার ১৬টি শহরে, যার মধ্যে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনালসহ ৮টি ম্যাচ। নিউইয়র্ক সিটি থেকে ট্রেনে অল্প দূরত্বে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে দর্শকরা পৌঁছাতে পারবেন।

ফিফার পরিকল্পনা অনুযায়ী গ্রুপ পর্বের টিকিটের দাম শুরু হবে ৬০ ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে, এবং ফাইনালে বেড়ে ৬,৭৩০ ডলার (প্রায় ৮ লাখ ১৯ হাজার ৬৯৫ টাকা) হবে। তবে চাহিদার ভিত্তিতে দাম ওঠানামা করতে পারে।

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর, তবে প্রাথমিকভাবে শুধুমাত্র ভিসা কার্ডধারীরা আবেদন করতে পারছেন। মোট ১৬টি ভেন্যু থাকবে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি। ৪৮ দল নিয়ে আসরের খেলা চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর