ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের তারকা পেসার নাভিন উল হক। তার বদলি হিসেবে দলে জায়গা পাচ্ছেন তরুণ পেসার আবদুল্লাহ আহমদজাই। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাঁধের অস্ত্রোপচার করাতে হয়েছিল নাভিনকে।
ইংল্যান্ডের একটি বেসরকারি ক্লিনিকে তার সার্জারি সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর মাসখানেক বিশ্রামে থাকার পর তিনি অনুশীলনে ফিরলেও এখনও জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি।
তবে ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয় ছিলেন এই ডানহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে ৭ ম্যাচে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের হয়ে ৫ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট।
নাভিন ছিটকে যাওয়ায় সুযোগ পাচ্ছেন আবদুল্লাহ আহমদজাই। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয় তার, যেখানে একটি উইকেটও শিকার করেছিলেন। এবার প্রথমবারের মতো এশিয়া কাপে বড় মঞ্চে খেলার সুযোগ পাচ্ছেন তরুণ এই পেসার।