সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে এ সভার আয়োজন করা হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ, ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম, রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন চৌধুরী, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মিহির, ফটিকছড়ি পৌরসভা পূজা পরিষদের সভাপতি অজিত দে সুজন ও নাজিরহাট পৌরসভা পূজা পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার নাথসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা পূজা চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, চলতি বছর ফটিকছড়ির মোট ১২৭টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।