শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
27 C
Dhaka
Homeখেলামোদির জন্মদিনে বিশেষ উপহার পাঠিয়েছেন লিওনেল মেসি

মোদির জন্মদিনে বিশেষ উপহার পাঠিয়েছেন লিওনেল মেসি

প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৭:০৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ উদযাপন করছেন তার ৭৫তম জন্মদিন। দিনটিকে ঘিরে শুভেচ্ছায় ভাসছেন তিনি। রাজনৈতিক নেতাদের পাশাপাশি ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষই শুভেচ্ছা জানাচ্ছেন মোদিকে।

সবচেয়ে আকর্ষণীয় শুভেচ্ছা এসেছে দেশের বাইর থেকে। বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি জন্মদিনের বিশেষ উপহার পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে।

মেসি মোদিকে উপহার দিয়েছেন তার স্বাক্ষরকৃত ২০২২ বিশ্বকাপের জার্সি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মেসি স্বাক্ষরকৃত জার্সি পাঠিয়েছেন। ভবিষ্যতে ভারতে আসার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ করানোরও চেষ্টা করা হবে।

শুধু উপহারই নয়, মেসি জানিয়েছেন ভারতের ভক্তদের প্রতি তার শুভেচ্ছা। প্রথমবার ভারত সফরের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। আগামী ডিসেম্বর মাসে আর্জেন্টিনা জাতীয় দলসহ মেসি ভারতে আসবেন।

১২ ডিসেম্বর আর্জেন্টিনা দল কলকাতায় পৌঁছাবে।

১৩ ডিসেম্বর কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।

১৫ ডিসেম্বর দিনভর নতুন দিল্লিতে খেলাধুলা ও ভক্তদের সঙ্গে নানা আয়োজনে অংশ নেওয়ার পর সফরের সমাপ্তি হবে।

মেসির এই শুভেচ্ছা ও সফরের খবরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই উচ্ছ্বসিত।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর