সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সোমবার, নভেম্বর ৩, ২০২৫
28 C
Dhaka
Homeখেলাআফগান সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করল বাংলাদেশ

আফগান সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১:০৫

এশিয়া কাপের সুপার ফোরে শেষ দুই ম্যাচে ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। সেই হতাশা ভুলতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। আসন্ন অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এশিয়া কাপের দল থেকে এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে থাকছেন না লিটন দাস। জাকের আলী অনিকের কাছে থাকছে নেতৃত্ব। দলে ফিরেছেন সৌম্য সরকার।

এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনে চোটের পড়েন লিটন। পাঁজরের চোটে সুপার ফোরের শেষ দুই ম্যাচ খেলা হয়নি তার। এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকেও ছিটকে গেলেন। তার জায়গায় দলে ডাকা হয়েছে সৌম্য সরকারকে।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান লিটনের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন গণমাধ্যমে। তিনি বলেন, ‘এমআরআই পরীক্ষায় দেখা গেছে, তার বাঁ দিকের পেটের পেশিতে গ্রেড-১ স্ট্রেইন হয়েছে। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। তাই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না। মেডিকেল টিম তার রিহ্যাব চালিয়ে যাবে এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে।’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে ২ অক্টোবর। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাতে।

আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল

জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর